প্রতি বছর অসংখ্য অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীর শিক্ষা জীবন অনাকাঙ্খিতভাবে শেষ হয়ে যাচ্ছে। অর্থের অভাবে বাংলাদেশের সুবিধাবঞ্চিত একজন ছাত্র-ছাত্রীরও শিক্ষা জীবন যেন বন্ধ না হয়ে যায় সেই লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড তার কর্পোরেট সামাজিক দবায়বদ্ধতার অংশ হিসেবে তাদের পাশে দাড়াতে এক শিক্ষা বৃত্তির উদ্যোগ গ্রহণ করেছে। এই বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো।
বৃত্তির শিক্ষা স্তরঃ
শিক্ষাবৃত্তি-২০১৮ এর অধীনে দুটি শিক্ষা স্তরের শিক্ষার্থীরা ১ বছর মেয়াদী এ বৃত্তি পাবে।
১ম স্তরঃ ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত
২য় স্তরঃ একাদশ শ্রেণী থেকে স্নাতক/স্নাতক (সম্মান) পর্যন্ত।
বৃত্তির মেয়াদঃ ১ বছর (প্রতি মাসে প্রদেয়)।
আবেদনের সময়সীমাঃ ১২ সেপ্টেম্বর ২০১৮
আবেদনের যোগ্যতাঃ
- আবেদনকারীকে অবশ্যই আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী হতে হবে।
- সর্বশেষ বার্ষিক/বোর্ড/সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আবেদনকারীকে শিক্ষাবৃত্তির জন্য নির্বাচন করা হবে।
- অন্য কোন বেসরকারী উৎস থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এবং এ সংক্রান্ত তথ্য গোপন করা হলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে।
আবেদনপত্রঃ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শিক্ষা বৃত্তির আবেদন পত্র ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর সকল শাখা থেকেও আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ আপনার নিকটস্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড- এর যে কোন শাখায় এই আবেদন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।
আবেদনপত্রের সাথে যা যা জমা দিতে হবেঃ আবেদনপত্রের সাথে কেবলমাত্র অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবেঃ
- ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- সকল বার্ষিক/বোর্ড/সংশ্লিষ্ট মার্কশীট/ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট এর ১ সেট ফটোকপি।
- নিম্নলিখিত ২ টি উৎস থেকে প্রত্যায়িত পিতা/মাতা/অভিভাবকের আয়ের বিবরণের কপি ( আয়ের বিপরীতে অবশ্যই পিতা / মাতা / অভিভাবকের পেশা উল্লেখ থাকতে হবে):
- অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।
- চাকুরীরত পিতা/মাতা/অভিভাবকের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চ প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা/ অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার অথবা ইউপি চেয়ারম্যান।
(আয়ের বিবরণীতে অবশ্যই পিতা/মাতা/অভিভাবকের পেশা উল্লেখ করতে হবে)
বিশেষ দ্রস্টব্যঃ
- বিশেষ তথ্যের জন্য আলাদা কাগজ সংযুক্ত করতে হবে।
- অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
- বৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি ২০১৮
Ami ekta post korlam but pending hoiye ace keno?
Ebar kivabe Request dibo
Emon kono option ase ki?
আপনায় টেইনার কারা উচিত নয় আমার মতে !
trickbd তে আসলে হালকা লাল box’এ Be a Trainer! Share your knowledge এইটা চোখে পরে না ?
But ami New cilam
Kintu akhon r nei
Apnar bolar agei ami trainer request pathaici r 7-8 ta post o koreci
Sobai choto mone korben na
Karon prothom prothom sob kichutai manus aktu ghabre jai
Ebar kivabe Request dibo
Emon kono option ase ki?
পোস্টটি করার জন্য অনুরোধ রইলো।
Have a look: https://www.islamibankbd.com/login.php?msg=%3Ch1%3EHACKED+By%2C+The+A.R.B.%3C%2Fh1