সবাইকে সালাম/আদাব,
আশা করি সবাই ভালো আছেন সামনে আমার টেস্ট পরিক্ষা সবাই দোয়া করবেন,,
আমার আগের পোস্টটাও
ক্যালকুলেটর ছাড়া কিছু ম্যাথ সমাধান করার উপায়,,,
আজকে আপনাদের শিখাব

ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে ভাগ করার একটি effective টেকনিক!

ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক

(০১) 13/5= 2.6 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটি সমাধান করা যায়)

টেকনিকঃ 5 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 2 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*2=26, তারপর থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 2.6 ।

(০২) 213/5=42.6 (213*2=426)
0.03/5= 0.006 (0.03*2=0.06 যার একঘর আগে দশমিক বসালে হয় 0.006) 333,333,333/5= 66,666,666.6 (এই গুলা করতে আবার ক্যালকুলেটর লাগে না কি!)

(০৩) 12,121,212/5= 2,424,242.4
এবার নিজে ইচ্ছেমত 5 দিয়ে যে কোন সংখ্যাকে ভাগ করে দেখুন, ৩.৫ সেকেন্ডের বেশি লাগবে না!!

ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 25 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক

০১. 13/25=0.52 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটিও সমাধান করা যায়)

টেকনিকঃ 25 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 4 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*4=52, তারপর থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.52 ।

০২. 210/25 = 8.40
০৩. 0.03/25 = 0.0012

০৪. 222,222/25 = 8,888.88
০৫. 13,121,312/25 = 524,852.48

ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 125 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক

০১. 7/125 = 0.056

টেকনিকঃ 125 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 8 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 7*8=56, তারপর থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.056 ।

০২. 111/125 = 0.888
০৩. 600/125 = 4.800

ক্যালকুলেটর ছাড়া অনুপাতের ভাগ

ক্যালকুলেটর ছাড়া অনুপাতের ভাগ করতে পারবেন?? না পারলে টেকনিক দেখুন

সমস্যা ১ 

৪৫০ কে ৫:৪ ভাগে ভাগ করুন।

টেকনিক

৪৫০ এর শুন্য বাদ দিন। ৪৫ হবে….তারপর অনুপাতের (৫+৪) করলে ৯হয়।
এখন ৪৫কে ৯দিয়ে ভাগ করে ৫ দিয়ে গুন করলে ২৫ হয়।
অপরদিকে, ৪৫কে ৯দিয়ে ভাগ করে ৪দিয়ে গুন করলে হয় ২০।
এখন ২৫এর সাথে একটি শুন্য(০) এবং ২০এর সাথে একটি শুন্য(০) বসিয়ে দিলেই— কেল্লাফতে!!!!!
উত্তর হবে:- ২৫০:২০০।
এখনো না বুঝলে, আরেকবার পড়ুন।

সমস্যা ০২:

১০০০ কে ২:৩:৫ অনুপাতে ভাগ করুন ।

টেকনিক: 

(সমস্যা:-১ এর মতই)

প্রথমে মনে মনে ১০০০ এর একটি শুন্য রেখে, বাকি দুইটা বাদ দিন। তারপর (২+৩+৫) করলে ১০ হবে।
১০কে ১০দিয়ে ভাগ,দুই দিয়ে গুন করলে ২হবে।
১০কে ১০দিয়ে ভাগ,তিন দিয়ে গুন করলে ৩হবে।
১০কে ১০দিয়ে ভাগ,পাঁচ দিয়ে গুন করলে ৫হবে ।

[[ বলে রাখা ভাল, এখানে ১ম ১০ হলো ১০০০থেকে দুটি শুন্য বাদ দেয়া ১০। আর,২য় ১০ হলো ২+৩+৫ যোগ করা ১০ ]]

এখন, ২,৩,৫ এর সাথে দুটি করে শুন্য(০) বসিয়ে দিলেই কাজ শেষ!!!
উত্তর: ২০০:৩০০:৫০০।
আজকে আর নয়।।।
সবাই ভালো থাকিয়েন।।
???I love trickbd???

23 thoughts on "লেখাপড়া নিয়ে একটি চরম ট্রিক্স,,,যা আপনার অনেক কাজে আসবে,,না দেখলে আপনাকে সারাজিবন পস্তাতে হবে,,,[100% working]"

    1. siam shah Author Post Creator says:
      tnq via
  1. Md Lotfor Rah Contributor says:
    খুব ভাল পোস্ট।
    1. siam shah Author Post Creator says:
      tnq bro
  2. Android Brother BD Contributor says:
    ধন্যবাদ। সুন্দর পোষ্ট করার জন্য।
  3. MS Shahin Contributor says:
    বুঝি না
  4. IMDAD SHUVRO Author says:
    অসাধারণ
  5. alaminmeh Contributor says:
    সারাজীবন পস্তাতে হবে<< এটা কেমন আজাইরা টাইটেল!!
  6. alaminmeh Contributor says:
    সারাজীবন পস্তাতে হবে<< এটা কেমন আজাইরা টাইটেল!!
  7. alaminmeh Contributor says:
    সারাজীবন পস্তাতে হবে<< এটা কেমন আজাইরা টাইটেল!!
  8. alaminmeh Contributor says:
    সারাজীবন পস্তাতে হবে<< এটা কেমন আজাইরা টাইটেল!!
  9. alaminmeh Contributor says:
    সারাজীবন পস্তাতে হবে<< এটা কেমন আজাইরা টাইটেল!!
    1. JAHIDUL ISLAM JAHID Author says:
      যদি পড়াশোনার প্রতি টান থাকতো তবে পোষ্ট টার মুল্য বুঝতেন।
      যাই হোক ধন্যবাদ পোষ্ট টা করার জন্য
  10. Shadin Contributor says:
    সারাজীবন পস্তাতে হবে, এই কথাটা যুক্তিসংগত হয় নি।
  11. polash hosen Contributor says:
    Copy post from gold wap
  12. JAHIDUL ISLAM JAHID Author says:
    ধন্যবাদ পোষ্ট টা করার জন্য
  13. Md Lotfor Rah Contributor says:
    ভাই কেউ কি প্রোফাইল পিকচার বদলানো শিখিয়ে দিবেন? এডিট প্রোফাইল এ গেলে লগ আউট হচ্ছে কেনো বলতে পারেন?
    1. siam shah Author Post Creator says:
      mb rakhen phone
    2. Sayfullah Contributor says:
      chrome e giye desktop mode on koren.
  14. Junayed Reza Contributor says:
    মারহাবা! দারুণ পোস্ট ভাই!

Leave a Reply