কেমন হবে যদি আপনার জিনিসপাতি ভেঙ্গে চুরে যাওয়ার সাথে সাথে আবার নিজেদের ঠিক করে নেয়? গাড়ির বাম্পার দুমড়ে মুচড়ে যাবার সাথে সাথে যদি সোজা হয়ে যায়? ফুটো হাড়িপাতিল নিজ থেকেই জোড়া লেগে যায়??কথাগুলি আজগুবি শোনালেও বিজ্ঞান আজ সেই পর্যায়েই চলে এসেছে। আজ মানে আক্ষরিক অর্থেই ‘আজ’… বিশ্বের প্রভাবশালী জার্নাল ‘Science’ এর আজকের (৯ মে ২০১৪) ইস্যুতে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের Self Healing Material তৈরির গবেষণাপত্র প্রকাশিত হয়েছে… আপনারা নিশ্চয়ই ভেবে কূল পাচ্ছেন না যে কিভাবে কোন জড় বস্তু নিজের ক্ষত সারাই করতে পারে!এর উত্তর লুকিয়ে ছিল আমাদের দেহেরভেতরেই। আমাদের কোথাও কেটে গিয়ে ক্ষত সৃষ্টি হলে কৈশিক নালিকার মাধ্যমে তরল এসে সেই ক্ষত বন্ধ করে… সেলফ হিলিং প্লাস্টিকেও একই ট্রিক কাজে লাগানো হয়েছে। এটি মূলত দুটো সমান্তরাল কৈশিক নালিকার বুনটে তৈরি যারা দুটি ভিন্ন তরলে পূর্ণ থাকে। যখন কোথাওফেটে যায়, তখন ওই দুই কৈশিক নালিকার তরল দুটি মিশ্রিত হয়, এই মিশ্রণ এক প্রকার জেল তৈরি করে যা ক্ষত পূরণ করে। এই জেল নিমেষেই শুকিয়ে এক প্রকার শক্তিশালী পলিমারে পরিণত হয়।তবে এতটা সরল ছিল না গবেষণাটি। গবেষকদলের প্রধান, এরোস্পেস এঞ্জিনিয়ার হোয়াইট জানান, এই সেলফহিলিং ম্যাটেরিয়াল তৈরিতে তাঁদেরকে অভিকর্ষীয় আকর্ষন থেকে শুরু করে দ্রুত শুকিয়ে যায় এরকম জেল তৈরি পর্যন্ত অনেকগুলি কঠিন সমস্যার মোকাবিলা করতে হয়েছে। তবে এই গবেষণা সামনের দিনগুলিতে দৈনন্দিন জীবনে সুদূরপ্রসারী প্রভাব রাখতে চলেছে, এটা বলাই যায় ।

2 thoughts on "ফুটো জিনিস ঠিক হবে আপনা থেকেই!! আপনি ঠিক করা লাগবেনা!!"

  1. imranmdimran7 Contributor says:
    I love science. Thanks . 😉
  2. Fahim Contributor Post Creator says:
    welcome #imran

Leave a Reply