আজ আপনাদের মাঝে বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত ব্যক্তিদের কিছু উক্তি তুলে ধরবো।
১.বাংলাদেশের মুক্তিযুদ্ধের
বিরোধীতাকারী টাইম ম্যাগাজিন ১৯৮২
সালের ৫ এপ্রিল তাদের একটি সংখ্যায়
বলেছিল,”স্বাধীন বাংলাদেশের প্রথম দশ
বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের আমল ছিল সর্বপ্রথম এবং দীর্ঘ গণতান্ত্রিক আমল।১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা সংগ্রামের নায়ক ও প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ মুজিবকে হত্যার পর হঠাত গনতান্ত্রিক শাসনের অবসান ঘটে।”
২.শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর
বিবিসির সংবাদদাতা ব্রায়ান বারণ বিভিন্ন
দেশের সাংবাদিকদের সাথে ঢাকায়
এসেছিলেন।তাকে ততকালীন সরকার
তিনদিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আটক
রাখার পর বাংলাদেশ ত্যাগে বাধ্য করে।
আগস্ট মাসের শেষের দিকে তিনি তার
সংবাদ বিবরনীতে উল্লেখ করেন,”শেখ মুজিব
সরকারীভাবে বাংলাদেশের ইতিহাস এবং
জনগনের হৃদয়ে উচ্চতম আসনে পূর্নপ্রতিষ্ঠিত হবেন।এটা শুধু সময়ের ব্যাপার।এটা যখন ঘটবে তখন নিঃসন্দেহে তার বুলেটবিক্ষত বাসগৃহ অত্যন্ত গুরুত্বপূর্ন স্মারকচিহ্ন এবং কবরস্থান পূন্যতীর্থে পরিনত হবে।”
৩.”ফিনান্সিয়াল টাইমস বলেছে, ‘মুজিব না
থাকলে বাংলাদেশ কখনই জন্ম নিতনা।’ –দি
৪.নিউজ উইকে বঙ্গবন্ধুকে আখ্যা দেওয়া হয়, “পয়েট অফ পলিটিক্স বলে।”
৫.শেখ মুজিব নিহত হবার খবরে আমি মর্মাহত।তিনি একজন মহান নেতা ছিলেন।তার অনন্যসাধারন সাহসিকতা এশিয়া ও আফ্রিকার জনগনের জন্য প্রেরণাদায়ক ছিল। ––ইন্দিরা গান্ধী ভারতীয় বেতার ‘আকাশ বানী’ ১৯৭৫ সালের ১৬ আগস্ট তাদের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে বলে, “যিশুমারা গেছেন। এখন লক্ষ লক্ষ লোক ক্রস ধারণ করে তাকে স্মরণ করছে। মূলত একদিন মুজিবই হবেন যিশুর মতো।
৬. মুজিব হত্যার পর বাঙালীদের আর বিশ্বাস
করা যায় না,যারা মুজিবকে হত্যা করেছে
তারা যেকোন জঘন্য কাজ করতে পারে
—নোবেল বিজয়ী উইলিবান্ট।
৭. শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারাল তাদের একজন মহান নেতাকে, আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে
—ফিদেল কাস্ট্রো।
৮. আপোষহীন সংগ্রামী।নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ঠ্য
—ইয়াসির আরাফাত।
৯. শেখ মুজিব নিহত।হবার খবরে আমি মর্মাহত। তিনি একজন মহান।নেতা ছিলেন।তার অনন্যসাধারন সাহসিকতা এশিয়া ও আফ্রিকার জনগনের জন্য প্রেরণাদায়ক ছিল।
–ইন্দিরা গান্ধী।
১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর।রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতীষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ।তাই তিনি অমর।
–সাদ্দাম হোসেন।
১১. শেখ মুজিবুর রহমান ভিয়েতনামী জনগনকে অনুপ্রাণিত করেছিলেন
— কেনেথা কাউণ্ডা।
১২. “শেখ মুজিব দৈহিকভাবেই মহাকায় ছিলেন, সাধারণ বাঙালির থেকে অনেক উচুঁতে ছিলো তার মাথাটি, সহজেই চোখে পড়তো তার উচ্চতা। একাত্তরে বাংলাদেশকে তিনিই আলোড়িত-বিস্ফোরিত করে চলেছিলেন, আর তার পাশে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছিল তার সমকালীন এবং প্রাক্তন সকল বঙ্গীয় রাজনীতিবিদ।
জনগণকে ভুল পথেও নিয়ে যাওয়া যায়;
হিটলার মুসোলিনির মতো একনায়কেরাও
জনগণকে দাবানলে, প্লাবনে, অগ্নিগিরিতে
পরিণত করেছিলো, যার পরিণতি হয়েছিলো
–হুমায়ুন আজাদ
১৩. বঙ্গবন্ধুর হত্যাকান্ডে
বাঙলাদেশই শুধু এতিম হয় নি বিশ্ববাসী
হারিয়েছে একজন মহান সন্তানকে।
– জেমসলামন্ড,ইংলিশ এম পি।
১৪.শেখ মুজিবকে চতুর্দশ লুই য়ের সাথে তুলনা করা যায়। জনগন তার কাছে এত প্রিয় ছিল যে লুই ইয়ের মত তিনি এ দাবী করতে পারেন আমি ই রাষ্ট্র।
— পশ্চিম জার্মানী পত্রিকা।
১৫.আওয়ামিলীগ নেতা শেখ মুজিবুর রহমানের মত তেজী এবং গতিশীল নেতা আগামী বিশ বুছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না
—- হেনরি কিসিঞ্জার।
১৬.শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই সেনাবাহিনীর হাতে অথচ তাকে হত্যা করতে পাকিস্তানীরা সংকোচবোধ করেছে।
বিবিসি-১৫ আগস্ট ১৯৭৫।
One thought on "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমার একটা নোট পর্ব ৩"