আমাদের অনেকেরই পড়া লেখায় মন বসে না, তবে মন বসে নেট চালাতে বা গেমস খেলতে মোবাইলে বা আড্ডা দিতে বন্ধুবান্ধবদের সাথে।

আচ্ছা এটা কেনো হয়? কেনো মন বসে না পড়তে? আপনার এ অবস্থা চলতে থাকলে কি হবে ভবিষ্যতে জানেন কি?
পরিক্ষা সামনে আর মাত্র মাস দুই তিনেক বাকী এএসসি এবং এইসএসসির, এখনো যদি পড়ায় মন না বসে তাহলে কিভাবে ভালো রেজাল্ট করবেন আর কিভাবেই বা ভালো কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন?

সবকিছু হয় জানিনা, তাহলে কেমন হবে, আচ্ছা আপনার কি ভালো লাগে?
মোবাইলে গেমস খেলতে?
ইন্টারনেটে ফেসবুক, ইউটিউব চালাতে?
মাঠে খেলা করতে?
আড্ডা দিতে?

উপরের এই পাঁচটির মধ্য যেটিই আপনার ভালো লাগে, তাতে আপনার জন্য মন্দ নয়।

হি হি কি বলেন পড়ায় মন বসে না এগুলোর জন্য আর আম্মে কন এগুলো মন্দনা?

আসলেই ভাই আমি বলি এগুলো মন্দ না, আপনি যাস্ট এগুলোকে একটু কাজে লাগিয়েই আপনার পড়াকে হাসিল করে নিতে পারেন।

আপনি আপনার নিজের কাছে কড়া শপথ করে নিতে পারেন যে, আজ আমি কেমেস্ট্রি বইয়ের ৩০ পৃষ্ঠা না পড়ে ফ্রি ফায়ার বা পাবজি খেলতে পারবোনা।
এই শপথ আপনি যখন করে বসবেন তখন ১৫ পৃষ্ঠা পড়ে দেখবেন আর পড়তে মন চাইবেনা কিন্তু যেই শপথের কথা মনে পড়বে যে আপনি তো ৩০পৃষ্ঠা শেষ না করে পাবজি খেলতে বসতে পারবেন না।
বা ফেসবুক চালাতে পারবেন না, তখন দেখবেন এই পাবজির বা ফেসবুকের প্রেমে পড়ে পড়াটি শেষ করতেই হচ্ছে।

এভাবে নিজেকে টোপ দিয়ে যদি পড়াটা আদায় করে নেওয়া যায় তাতে মন্দ কি হে।
তাহলে আজই শুরু করে দিন, নিজেকে দিয়ে নিজেই টোপ।

এভাবে এই দুই তিন মাস পড়ালেখা করলে নিশ্চিত পরিক্ষা ভালো হবে।

মনে রাখবে দিনশেষে আপনার কৃতকর্মের ফলটা কিন্তু আপনাকেই পোহাতে হবে।

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

17 thoughts on "নিজেকে দিয়েই টোপ দাও নিজেই, আর পড়ালেখার গতি হবে ৩ গুন বেশী"

    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  1. Soiod Mafi Uddin Contributor says:
    এই ভাবে যদি সবাই হাসরের দিনের পরিক্ষার কথা ভাবতো।। তাহলে কতই না ভাল হত।
    1. স্বপ্ন Author Post Creator says:
      ঠিক কথা,, ধন্যবাদ ভাই
    1. স্বপ্ন Author Post Creator says:
      বানানের দিকে খেয়ল দিয়েন, কি সব কমেন্ট করেন ভাই।
    1. স্বপ্ন Author Post Creator says:
      Thanks
    1. স্বপ্ন Author Post Creator says:
      Thanks vai
    1. স্বপ্ন Author Post Creator says:
      Thanks vai
  2. himu2xxx Contributor says:
    pokam fight

Leave a Reply