NU অনার্স ১ম বর্ষে রিলিজ স্লিপ আবেদন কিভাবে করবেন বিস্তারিত Honours Release Slip 2019

আস্সালামুআলাইুম…
হ্যালো বন্ধুরা !
আমি ছাদিকুর রহমান।
আমি আজ আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে যারা সুযোগ পেয়েও ভর্তি হতে পারেনি বা হয়নি এবং কোন মেধা তালিকায় চাঞ্চ পায়নি, তাদের জন্য সর্বশেষ সুযোগ হিসেবে থাকছে রিলিজ স্লিপ আবেদন।
➥ত চলুন আমি আজ আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত ভাবে বলব।
এই পোস্টটি পড়ার পূর্বে অবশ্য আপনাকে এর আগের পোস্টটি পড়ার প্রয়োজন লিঙ্ক >রিলিজ স্লিপ কী, রিলিজ স্লিপ নিয়ে কিছু জরুরী তথ্য. .

✿আমাদের কি করনীয়?

NU অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে পারেনি তাদের করনীয় হলঃ- 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে যারা সুযোগ পেয়েও ভর্তি হতে পারেনি বা হয়নি এবং কোন মেধা তালিকায় চাঞ্চ পায়নি, তাদের জন্য সর্বশেষ সুযোগ হিসেবে থাকছে রিলিজ স্লিপ আবেদন। এর রিলিজ স্লিপ এর জন্যও থাকছে আবার ২য় মেধা তালিকা একবার না পেলে ২য় রয়েছে।

✿রিলিজ স্লিপ আবেদনের সময়ঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ তিক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৭ অক্টোবর ২০১৯ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ০৩ নভেম্বর ২০১৯ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী

ক) মেধা তালিকায় স্থান পায়নি

খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি

গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারী ১ম রিলিজ ভিলে আবেদন করতে পারবে।

 

ভর্তি সংক্রান্ত বিন্ধারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর পাশাপাশি এখান থেকেও জানা যাবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হবে না, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।

 

অনার্স রিলিজ স্লিপে আবেদন করার নিয়মঃ

  1. ১. রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) Applicant Login বা Honours Login এ গিয়ে আবেদন ফরমের রােল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে।
  2. ২. রিলিজ স্লিপে আবেদনের জন্য College Selection Option এ গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ Select করলে ঐ কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার Eligible বিষয়ের তালিকা দেখতে পাবে। এ পর্যায়ে আবেদনকারী তার Eligible বিষয়ের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিবে। এভাবে একজন আবেদনকারীকে তার পছন্দ অনুযায়ী ৫টি কলেজে পর্যায়ক্রমে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে।
  3. ৩. রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে না এবং আবেদনকারীকে কোন ফি প্রদান করতে হবে না।
  4. ৪. রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।

 

রিলিজ স্লিপ আবেদনের সময়ঃ

২৭-১০-২০১৯ থেকে ০৩-১১-২০১৯

 

কত বার আবেদন করতে পারব?

রিলিজ আবেদনে যেকোন ৫টি সরকারি বেসরকারি কলেজে আবেদন করা সুযোগ পাবে শিক্ষার্থীরা। রিলিজ স্লিপ ১ম ও ২য় ২ বার দিতে পারে।

 

রিলিজ স্লিপে আবেদনের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • বাধ্যতামূলকভাবে ৫ টি কলেজের নাম দিতে হবে।
  • প্রতি কলেজে আলাদা আলাদা করে বিষয় চয়েজ দেয়া যাবে।
  • আগের কলেজে আবেদন করা যাবে।
  • এই আবেদনের কপি কলেজে জমা দিতে হবেনা।
  • রিলিজ স্লিপ আবেদনের জন্য কোন বোর্ড ফি দিতে হয়না।
  • এটা শুধু অনলাইনে আবেদন করলেই হবে।
  • রিলিজ আবেদন ১বার সাবমিট করার পর বাতিল করে ১বার সংশোধন করা যাবে।
  • রিলিজ স্লিপের আবেদন করার সময়ে অনলাইনে চেক করা যাবে কোন কলেজে কোন বিষয়ে কত আসন খালী আছে।
  • যে কলেজে বা যে বিষয়ে বেশী আসন খালী থাকবে সেটাতে করাটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি।
  • রিলিজ স্লিপে চাঞ্চ পেলে সেই বিষয়ে মাইগ্রেশন করা যায়না।
  • রিলিজ স্লিপ আবেদন করার আগে সব কিছু যাচাই বাছাই করে তারপর আবেদন করবেন।
  • আগে করলে আগে চাঞ্চ পাবেন রিলিজ স্লিপে এমন কিছু নেই, যার পয়েন্ট বেশি থাকবে সেই চাঞ্চ পাবে।
  • চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ের মাঝামাঝি সময়ে আবেদন করার জন্য তাহলে সার্ভারে সমস্যা কম থাকবে।
  • ১ম রিলিজ স্লিপের পরে ২য় রিলিজ স্লিপের আবেদন করার সুযোগ দিতে পারে।

 

✿রিলিজ স্লিপে কোথায় জমা দেব?

আপনাকে রিলিজ স্লিপে আবেদন করার পর এটা কোথায়ও জমা দিতে হবে না, এটা শুধুমাত্র ডাউনলোড করে আপনার কাছে রাখবেন,পরে চাঞ্চ পাওয়ার পর এটা লাগবে।

ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ app1.nu.edu.bd

✿আবেদন করার নিয়মঃ

১।প্রথমে আপনাকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট যেতে হবে উপরে লিঙ্ক দেওয়া আছে।

২।তারপর আপানর রুল এবং পিন দিয়ে লগিন করতে হবে।

৩।লগিন করার পর দেখবেন একটা অপশন আসবে নিচে ছবি দেখুন

ঐ অপশন এ ক্লিক করুন।

৪।অতপর দেখবেন আপনার সামনে একটি পেজ আসবে ঠিক অ্যাপ্লাই করার সময় যেভাবে পেজ ছিল ঠিক ঐভাবে আসবে। ছবি দেখুন।

এখানে আপনারা আপনার সকল তথ্য দেন, কলেজ এবং সাবজেক্ট পছন্দ করুন অতঃপর NEXT বাটন এ ক্লিক করুন।

৫। আপনারা ঠিক এই রকম ৫টি কলেজ পছন্দ করতে হবে।

৬। ৫টি কলেজ পছন্দ করার পর দেখবেন নিচে preview application  নামে একটা  অপশন আসবে এর আগে কিন্তু আসবে না । তার পর ঐটাতে ক্লিক করুন। নিচে ছবি দেওা আছে।

৭।তারপর আপনারা আবার অ্যাপ্লিকেশান তা দেখে নিবেন তার পর Submit এ ক্লিক করুন।

৮। এখন আপনারা Download অপশন এ ক্লিক করে ফরমটি ডাউনলোড করে নেন।

 

✿ বিশেষ দ্রষ্টব্যঃ

রিলিজ স্লিপ আবেদনে আগের বিষয় চয়েজ ইচ্ছে করলে পরিবর্তন করা যাবে। তবে ৫ কলেজের নিচে দেয়া যাবে না, ৫টা কলেজ সিলেক্ট না করলে আবেদন সাবমিট হবেনা।

 

ফর হেল্পঃ

অবশ্য আপনাদের কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার সম্পূর্ণ দেয়ে হেল্প কারার চেষ্টা করব। ইনশাআল্লাহ!

>[জেনে নিন] কিভাবে NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন করবেন ?

>[জেনে নিন] NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির জন্য হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে ?

[জেনে নিন] কিভাবে NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির ফলাফল দেখবেন ?

[দেখে নিন] কিভাবে ফেসবুক নাম্বার বা ইমেইল ছাড়া ফেসবুক লগিন করবেন শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে !

[?HOT POST] Newspaper9 Blogger Style Update Latest Version Template 2019 !

[Nulled] NewsPilot – Autopilot News Script 2019 Download Free!

>[Nulled] OVOO – Live TV & Movie Portal CMS with Unlimited TV-Series Download For Free !

>[NEW] Zorex-Movie Blogger Premium Template !

>[HOT] কিভাবে ৬০ দিন আগেই Facebook এর নাম পরিবর্তন করবেন !

>[NEW] Download Techtune Blogger Theme Premium Version !

>[NEW] ওটিজি বা OTG কি কিভাবে OTG ব্যবহার করবেন !!!

>[HOT] Stock_Rom_Backup_রাখার_টিউটোরিয়াল‬ !!!

সবাই ভালো থাকবেন ধন্যবাদ
আমার ফেসবুক : Sadikur Rahman Mejan
আমার সাইট ভিজিট কারার অনুরুধ রইল।
সাইট লিঙ্কঃ

15 thoughts on "NU অনার্স ১ম বর্ষে রিলিজ স্লিপ আবেদন কিভাবে করবেন বিস্তারিত Honours Release Slip 2019 !"

  1. FAIHAD Contributor says:
    Good post
    1. Sadikur Rahman Author Post Creator says:
      থ্যাংকস!
  2. Remon Contributor says:
    Thanks vai
    1. sadikurrahman Author Post Creator says:
      Welcome?
  3. Soiod Mafi Uddin Contributor says:
    ভাই আমরা নিজেরাই এপ্লাই করতে পারব??
    সাইট থেকে??
    1. sadikurrahman Author Post Creator says:
      hmm..
      step ta follow koren
    1. Sadikur Rahman Author Post Creator says:
      Thanks
  4. Ibrahim Contributor says:
    Upokrito holaam
    1. Ibrahim Contributor says:
      অনেক উপকৃত হইছি।
  5. Remon Contributor says:
    #Help রিলিস স্লিপ পুরণ করছি আমি এই আবেদন বাতিল করতে পারি
    1. Sadikur Rahman Author Post Creator says:
      Hmm
  6. Remon Contributor says:
    বাতি করে আবার করতে পারবো

Leave a Reply