আসসালামু আলাইকুম ও আদাব
- আপনারা সকলে কেমন আছেন?
আশা করি ভালোই আছেন।কেউ ভালো না থাকলে আমাদের প্রিয় ট্রিকবিডি সাইট কেউ ভিজিট করে না।
আপনাদের দোয়ায় আমিও
ভালো আছি।
আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা পোষ্ট নিয়ে।যার মাধ্যমে আমরা নতুন কিছু শিখবো।
একটা কথাঃ
আমি একজন মানুষ আর
মানুষ মাত্রই ভুল আমার যদি
ভুল হয় তাহলে কেউ খারাপ
কমেন্ট করবেন না।আর যদি
পারেন তাহলে কমেন্টে ভুলটা
দেখিয়ে দিবেন।তাহলে আমি
ভুলটা সংশধনের চেষ্টা করব।
আর যদি পোষ্টটা পড়ে যদি
একটুও উপকৃত হন তাহলে
একটা কমেন্ট ও একটা লাইক
দিয়ে যাবেন।
আচ্ছা, যাই হোক টাইটেল
দেখেত নিশ্চয়ই বুঝে
গেছেন যে,আজ কি বিষয়
নিয়ে কথা বলতে চাচ্ছি?
চলুন শুরু করা যাক।
আজকের পোষ্টঃ
আজ আপনাদের আমি কিছু মহান ব্যাক্তিদের উক্তি সেয়ার করব।হয়তো এটা আপনার জীবন বদলে দিবে।আগেই বলে দেই এই পোষ্টটা আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তৈরি করেছি।
এপিজে আবুল কালাম আজাদ
১. একটি ভালো বই একশ
ভালো বন্ধুর সমান, কিন্তু
একজন ভালো বন্ধু একটি
লাইব্রেরির সমান।
২. সফলতার গল্প পড়ো না,
কারণ তা থেকে তুমি শুধু
গল্পটাই পাবে। ব্যর্থতার
গল্প পড়ো, তাহলে সফল
হওয়ার কিছু উপায় পাবে।
৩. স্বপ্ন পূরণ না হওয়া
পর্যন্ত স্বপ্ন দেখে যাও।
স্বপ্ন সেটা নয় যা তুমি
ঘুমিয়ে ঘুমিয়ে দেখো,
স্বপ্ন হলো সেটাই যা
তোমাকে ঘুমোতে দেয়
না।
৪. মানুষ তার ভবিষ্যত
পরিবর্তন করতে পারে না,
কিন্তু অভ্যাস পরিবর্তন
করতে পারে। অভ্যাসই
মানুষের ভবিষ্যত
পরিবর্তন করে দেয়।
৫. তুমি যদি সূর্যের মতো
আলো ছড়াতে চাও,
তাহলে আগে সূর্যের মতো
পুড়তে শেখো।
৬. উদার ব্যক্তিরা ধর্মকে
ব্যবহার করে বন্ধুত্বের
হাত বাড়ান। কিন্তু
সংকীর্ণমনস্করা ধর্মকে
যুদ্ধের অস্ত্র হিসেবে
ব্যবহার করে।
৭. নেতা সমস্যায় ভয় পান
না। বরং সমস্যার
মোকাবিলা করতে
জানবেন। তাকে কাজ
করতে হবে সততার সঙ্গে।
৮. জাতির সবচেয়ে
ভালো মেধা ক্লাসরুমের
শেষ বেঞ্চ থেকে পাওয়া
যেতে পারে।
৯. ছাত্রজীবনে আমি
বিমানের পাইলট হতে
চেয়েছিলাম। কিন্তু সেই
স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি,
হয়ে গেছি রকেট
বিজ্ঞানী।
১০. জীবন ও সময় পৃথিবীর
শ্রেষ্ঠ শিক্ষক। জীবন
শেখায় সময়কে
ভালোভাবে ব্যবহার
করতে আর সময় শেখায়
জীবনের মূল্য দিতে।
১১. কঠিন কাজে আনন্দ
বেশি পাওয়া যায়। তাই
সফলতার আনন্দ পাওয়ার
জন্য মানুষের কাজ কঠিন
হওয়া উচিত।
১২. প্রথম সাফল্যের পর বসে
থেকো না। কারণ
দ্বিতীয়বার যখন তুমি
ব্যর্থ হবে তখন অনেকেই
বলবে প্রথমটিতে শুধু
ভাগ্যের জোরে সফল
হয়েছিলে।
১৩. যারা মন থেকে কাজ
করে না, তারা আসলে
কিছুই পায় না। আর পেলেও
সেটা হয় অর্ধেক হৃদয়ের
সফলতা। তাতে সব সময়ই
একরকম তিক্ততা থেকে
যায়।
১৪. তরুণ প্রজন্মের কাছে
আমার বার্তা হলো-
তাদের ভিন্নভাবে
চিন্তা করবার সাহস
থাকতে হবে। মনের ভেতর
আবিষ্কারের তাড়না
থাকতে হবে। নিজের
সমস্যা নিজে মেটাবার
মানসিকতা থাকতে হবে।
১৫. বৃষ্টি শুরু হলে সব
পাখিই কোথাও না
কোথাও আশ্রয় খোঁজে।
কিন্তু ঈগল মেঘের ওপর
দিয়ে উড়ে বৃষ্টিকে
এড়িয়ে যায়।
১৬. আমি সুপুরুষ নই। কিন্তু
যখন কেউ বিপদে পড়েন
আমি সাহায্যের হাত
বাড়িয়ে দিই। সৌন্দর্য
থাকে মানুষের মনে,
চেহারায় নয়।
১৭. কাউকে হারিয়ে
দেয়াটা খুব সহজ, কিন্তু
কঠিন হলো কারো মন জয়
করা।
১৮. তুমি যদি তোমার
কাজকে স্যালুট করো,
দেখো তোমাকে আর
কাউকে স্যালুট করতে হবে
না। কিন্তু তুমি যদি
তোমার কাজকে অসম্মান
করো, অমর্যাদা কর, ফাঁকি
দাও, তাহলে তোমার
সবাইকে স্যালুট করতে
হবে।
১৯. প্রতিদিন সকালে এই
পাঁচটা লাইন বলো:
১) আমি সেরা
২) আমি করতে পারি
৩) সৃষ্টিকর্তা সব সময়
আমার সঙ্গে আছে
৪) আমি জয়ী
৫) আজ দিনটা আমার
২০. তিনজনই পারেন একটি
দেশ বা জাতিকে
বাবা, মা ও শিক্ষক।
২১. জীবনে সমস্যার
প্রয়োজন আছে। সমস্যা
আছে বলেই সাফল্যে এতো
আনন্দ।
২২. যে হৃদয় দিয়ে কাজ
করে না, শূন্যতা ছাড়া সে
কিছুই অর্জন করতে পারে
না।
২৩. ফেল করে হতাশ হয়ো
না। ইংরেজি শব্দ ফেল
‘Fail’ মানে ‘First Attempt in
Learning’ অর্থাৎ ‘শেখার
প্রথম ধাপ’। বিফলতাই
তোমাকে সফল হবার
রাস্তা দেখিয়ে দেবে।
২৪. সেই ভালো
শিক্ষার্থী যে প্রশ্ন
করে। প্রশ্ন না করলে কেউ
শিখতে পারে না।
শিক্ষার্থীদের প্রশ্ন
করার সুযোগ দিতে হবে।
২৫. সমাপ্তি মানেই শেষ
নয়। ‘END’ শব্দটির মানে
হচ্ছে ‘Effort Never Dies’
অর্থাৎ ‘প্রচেষ্টার মৃত্যু
নেই’।
২৬. আমরা শুধু সাফল্যের
উপরেই গড়ি না, ব্যর্থতার
উপরেও গড়ি।
২৭. একজন খারাপ ছাত্র
একজন দক্ষ শিক্ষকের কাছ
থেকে যা শিখতে পারে
তার চেয়ে একজন ভালো
ছাত্র একজন খারাপ
শিক্ষকের কাছ থেকে
অনেক বেশি শিখতে
পারে।
২৮. উপরে তাকিয়ে
আকাশটাকে দেখো। তুমি
একা নও, এই মহাবিশ্ব
তোমার বন্ধুর মতোই।
২৯. কোনো একটা প্রশ্নের
উত্তর খুঁজে পাচ্ছো না!
চিন্তিত করো না- ‘NO’
শব্দের মানে হচ্ছে ‘Next
Opportunity’ অর্থাৎ
‘পরবর্তী সুযোগ’।
৩০. স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন
দেখে যেতে হবে। স্বপ্ন
না দেখলে কাজ করা যায়
না।
স্যার আইনস্টাইন
১. যে কখনো ভুল করেনি,
সে কখনো নতুন কিছু
করার চেষ্টাই করেনি ।
২. আমি চিন্তা করেছি
মাসের পর মাস, বছরের
পর বছর । আমার
চিন্তাগুলো ৯৯ বারই ভুল
হয়েছে, তবে শততম বারে
আমি সফল হয়েছি ।
৩. আপনি যদি অন্যদের
অনুসরন করে তাদের
সাহায্য নিয়ে সামনে
এগিয়ে যান, তবে হয়তো
একদিন তাদের অবস্থানে
পৌঁছাতে পারবেন ।
কিন্তু আপনি যদি
নিজের পথটা নিজেই
তৈরী করে চলেন,
তাহলে হয়তো এমন এক
সাফল্যমন্ডিত স্থানে
পৌঁছাবেন, যেখানে আজ
পর্যন্ত কেউই পৌঁছাতে
পারেনি ।
৪. আমি ভেড়ার নেতৃত্বে
সিংহ বাহিনীকে ভয়
পাই না, সিংহের
নেতৃত্বে ভেড়ার
পালকে ভয় পাই ।
৫. গতকাল থেকে শিখুন,
আজকের দিনটিকে
নিয়ে বেঁচে থাকুন,
আশাটা করুন
আগামীকালের জন্যে ।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ
বিষয় হচ্ছে প্রশ্ন করা
থামাবেন না ।
৬. আপনাকে আগে
খেলার নিয়মটি শিখতে
হবে, তারপরেই আপনি
অন্যদের চেয়ে ভাল
খেলতে পারবেন ।
৭. মহৎ ব্যক্তিরা সব সময়
ভয়ানক বাধার সম্মুখীন
হয় সংকীর্ণ চিন্তার
মানুষদের কাছে থেকে ।
৮. যারা আমাকে
সাহায্য করে নাই, আমি
তাদের প্রতি কৃতজ্ঞ ।
কারণ তারা সাহায্য না
করায় আমি নিজের কাজ
নিজে করতে শিখেছি ।
৯. শান্তি কখনোই শক্তি
প্রয়োগ করে আনা যায়
না, একমাত্র
বোঝাপড়ার মাধ্যমেই
তা সম্ভব।
১০. এই পৃথিবী কখনো
খারাপ মানুষের খারাপ
কর্মের জন্য ধ্বংস হবে
না, যারা খারাপ
মানুষের খারাপ কর্ম
দেখেও চুপ করে থাকে,
তাদের জন্যই পৃথিবী
ধ্বংস হবে ।
১১. স্কুলে যা শেখানো
হয়, তার সবটুকুই ভুলে
যাবার পর যা অবশিষ্ট
থাকে তা-ই হলো প্রকৃত
শিক্ষা ।
১২. সাফল্যবান মানুষ না
হয়ে বরং মূল্যবান মানুষ
হওয়ার চেষ্টা করতে হবে
।
স্যার আইজ্যাক নিউটন
১) প্রত্যেক ক্রিয়ারই
সমান ও বিপরিত
প্রতিক্রিয়া আছে।
২) চাতুর্য হচ্ছে এমন একটি
গুণ যেখানে আপনি
নিজের বক্তব্য সহজেই
উপস্থাপন করতে পারবেন
এবং তা কোন শত্রু না
তৈরি করেই।
৩) প্রকৃতি সবসময় সহজ
কিছুই পছন্দ করে। প্রকৃতি
মেকি হতে পারে না।
৪) আমরা সাদা চোখে
একটি পানির কণা
সম্পর্কেই জানতে পারি
কিন্তু বিশাল সমুদ্র
সম্পর্কে আমাদের জ্ঞান
সামান্যই।
৫) মানুষ অনেক বেশি
দেয়াল তৈরি করেছে
কিন্তু পরস্পরের জন্য খুব
বেশি সেতু তৈরি করতে
পারে নি।
৬) আমি কতটুকু কি করতে
পেরেছি জানি না
কিন্তু পৃথিবীর এই বিপুল
জানার ক্ষেত্রে আমি
সাগরের তীরে
দাঁড়িয়ে থাকা এক
শিশুর মত, যে শুধু
সারাজীবন নুড়িই
কুড়িয়ে গেল। সমুদ্রের
জলরাশির মত বিশাল এই
জ্ঞান আমার অজানাই
থেকে গেল।
৭) মহাকর্ষ সবসময়
আমাদের এটি ব্যাখা
করতে পারে যে গ্রহগুলো
কিভাবে ঘুরছে। কিন্তু
এটি ব্যাখা করতে
পারে না যে কে
গ্রহগুলোকে এই অবস্থায়
রেখেছেন।
৮) আমি জানিনা
বিশ্বের কাছে আমি
কিভাবে উপস্থাপিত
হয়েছি, কিন্তু আমার
কাছে আমার নিজেকে
মনে হয় এক ছোট বালক
যে কেবল সমুদ্র উপত্যকায়
খেলা করছে এবং একটি
ক্ষুদ্র নুড়ি বা ক্ষুদ্রতর
এবং খুব সাধারণ পাথর
সন্ধান করছে, অথচ
সত্যের মহাসমুদ্র তার
সম্মুখে পড়ে রয়েছে যা
অনাবিষ্কৃতই রয়ে গেল।
৯) আমি এটি এজন্য
উল্লেখ করিনি যে, বিশ্ব
চরাচর কখন ধ্বংস হবে
তার সময় আমি সবাইকে
জানাতে চাই; বরং
এজন্য যে, কল্পনার
রাজ্যে বসবাসকারী
ব্যক্তিরা বিশ্বের
ধ্বংস সম্বন্ধে যা বলছেন
তার সবগুলোকে একটি
সীমার মধ্যে বেঁধে
দেয়া। এবং এটি করার
মাধ্যমে আমি পবিত্র
ভবিষ্যদ্বাণীসমূহের
যেটি ব্যর্থ প্রমাণিত
হবে তাকে সাথে সাথে
বিফল হিসেবে চিহ্নিত
করার উপায় নির্ধারণ
করলাম।
১০) অভিকর্ষ গ্রহসমূহের
গতির বিষয়টি ব্যাখ্যা
করে, কিন্তু এটি
ব্যাখ্যা করতে
পারেনা, কে
গ্রহগুলোকে গতিশীল
হিসেবে নির্দিষ্ট
স্থানে স্থাপন করে
দিলে। ঈশ্বর সকল কিছু
নিয়ন্ত্রণ করেন এবং যা
কিছু ঘটছে বা যা কিছু
ঘটা সম্ভব তার সবই
তিনি জানেন।
১১) সত্য সবসময়
সহজবোধ্যতার মাঝে
পাওয়া যায়। এটি কখনো
জটিলতার মাঝে পাওয়া
যাবে না।
উইলিয়াম শেক্সপিয়র
“প্রত্যাশাই সকল মর্মবেদনার
কেন্দ্র বিন্দু” – উইলিয়াম
শেক্সপিয়র
“কাউকে সারা জীবন কাছে
পেতে চাও? তাহলে প্রেম
দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে
রাখো। কারণ প্রেম একদিন
হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব
কোনদিন হারায় না” –
“সংসারে কারো ওপর ভরসা
করো না, নিজের হাত এবং
পায়ের ওপর ভরসা করতে
শেখো” – উইলিয়াম
শেক্সপিয়র
“অভাব যখন দরজায় এসে
দাঁড়ায়, ভালোবাসা তখন
জানালা দিয়ে পালায়” –
উইলিয়াম শেক্সপিয়র
“আমি সবসময় নিজেক সুখী
ভাবি, কারণ আমি কখনো
কারো কাছে কিছু
প্রত্যাশা করি না, কারো
কাছে কিছু প্রত্যাশা
করাটা সবসময়ই দুঃখের
কারণ হয়ে দাঁড়ায়” –
উইলিয়াম শেক্সপিয়র
“আমার ভালো বন্ধুদের কথা
মনে করে আমি যতোটা সুখী
হতে পারি, অন্য
কোনোভাবে ততোটা সুখী
হতে পারি না” – উইলিয়াম
শেক্সপিয়র
“সংসারে কারো ওপর ভরসা
করো না, নিজের হাত এবং
পায়ের ওপর ভরসা করতে
শেখো” – উইলিয়াম
শেক্সপিয়র
“নারীর কাছে সন্তান প্রসব
একটা তৃপ্তিকর শান্তি” –
উইলিয়াম শেক্সপিয়র
“তারাই সুখী যারা নিন্দা
শুনে এবং নিজেদের
সংশোধন করতে পারে” –
উইলিয়াম শেক্সপিয়র
“কাউকে সারা জীবন কাছে
পেতে চাও? তাহলে প্রেম
দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে
রাখো। কারণ প্রেম একদিন
হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব
কোনদিন হারায় না” –
উইলিয়াম শেক্সপিয়র
“সচেতনতা আমাদের
সবাইকে কাপুরুষ বানিয়ে
দিয়েছে” – উইলিয়াম
শেক্সপিয়র
“সততার নিকট দুর্নীতি
কোনোদিনই জয়ী হতে
পারে না” – উইলিয়াম
শেক্সপিয়র
……..
তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ট্রিকে।
Contact Me On Facebook
.
জাভা,এনড্রইড ও ওয়াপকিজ এর সকল টিপস পেতে আমাদের পেজে লাইক দিন।
ভিজিট করতে নিচে ক্লিক করুন।
Java-Android Tips And Wapkiz Help
নতুন নতুন জাভা গেম ও ওয়াপকিজ কোড পেতে পেতে চাইলে আমার সাইট ভিজিট
করতে পারেনঃ NkBD.Tk
আবারও বলছি কোনো ভুল হলে কমেন্টে যানাবেন
আর হ্যাঁ আপনার সময় থাকলে পোষ্টে একটা কম্মেন্ট ও লাইক করে যাবেন।
ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির সাথেই থাকুন।
- খোদা হাফেজ
4 thoughts on "কিছু বিখ্যাত মনীষিদের বিখ্যাত উক্তি-বদলে দিতে পারে আপনার জীবন!!"