আসসালামু আলাইকুম


আজকে আমি আপনাদের সাথে ইংরেজির একটি নোট শেয়ার করব যেটি ইংরেজি এর সবচেয়ে ভয়ের বিষয় Right form of verb এর উপর তৈরি ।

যদি নোটটি আপনি ডাওনলোড করে নিতে চান তারা নিচের লিংক থেকে ডাওনলোড করে নিতে পারেন ।
click Here For Download
সকলের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের
Right form of verb Short Note:-

Right form of verbs এর চারটি সহজ সূত্র:

মাত্র ৫ মিনিট মন দিয়ে
পোষ্টটি পড়ে নিচের চারটি সূত্র পারলেই
খুব সহজে Right form of verbs এ চোখ বন্ধ করে ৫ এ ৫ পাওয়া যাবে।
Article,preposition,Right form of
verbs,connector s,special words এই পাঁচটা টপিক একদম
সহজ।এই ২৫ নাম্বারের মধ্যে ২৫
পেতেই হবে। এখন আসি Right form
of verbs এর চারটি সহজ সূত্র নিয়ে:
আমরা জানি, verb এর রুপসূমহ:
1.Base form(V1)-Eat, go
2.Past form(V2)-ate,went
3.Past pa(V3)-eaten,gone
4.S/es form(V1+s/es)-eats,goes..
5.Gerund form-(v+ing)-eating,
going..
6.Infinite form-(to+V1)-to eat,to
go..
এবার,
*To Be verb সূমহ:Am,is,are,
was,were,shall be/will be,have
been,has been,shall have been/

will have been.
*To Have Verb সূমহ:Have,has,h
ad,shall have,will have
*To Do verb:Do,Does,Did.

*Model&Semi Model
সূমহ:Shall,shou
ld, will,would, can, could,
may,might,must,meed dare,used
to,ought to,am to,are to,is to,was
to,were to,have to,has to,had to
ইত্যাদি।
এতক্ষণ যা দিয়েছি এগুলা একটা ক্লাস এইটের বাচ্ছাও জানে। তাও
তোমাদের আবার মনে করিয়ে দেওয়ার
জন্য দিয়েছি।এবার আসি মাত্র
চার টা সূত্রতে :
সুত্র-১: (Modal Related) অর্থাৎ প্রশ্নে Modal থাকলেই চোখ বন্ধ করে উত্তর দিয়ে দিবে।
1.Modal+V1
2.Modal+be+V3
3.Modal+have+V3
উদাহরণ :
1.She might have(hear) the name
of SRK=heard হবে।
খেয়াল করো,উপরের সূত্রতে
বলা হয়েছে Modal+Have থাকলেই V3
হবে। এজন্য Hear এর জায়গায়
Heard হয়েছে। কারন Might হচ্ছে
Modal আর Might এর পরে Have আছে।

2.It can easily be(solve) within
seconds.
=Solved হবে।এটাও সহজ। উপরে
লেখাই আছে। Modal+be verb থাকলেই V3 হবে। Can হচ্ছে Modal,এর সাথে be
আছে এজন্য Solve এর জায়গায়

Solved.
3. They must (following) the rules of behave.. =follow হবে।কারন উপরে
বলাই আছে শুধু Modal থাকলে V1 হয়।

সূত্র-২:(Do,Does,Did সংক্রান্ত)

1.To Do verb+V1
2.TO Have Verb+V3 হবে।
উদাহরণ দেখলেই বুঝা
যাবে।
1. She did not (phoned) me last
night.
= phone হবে, কারন উপরে
বলাই
আছে Do verb থাকলেই V1 হয়।
Do
verb কোনগুলা একদম সবার
উপরে
দেওয়া আছে। আর Do verb
কোনগুলা এটা একটা বাচ্ছাও জানে।

বাকিগুলো অন্যদিন দিব ।
যারা ছাত্র তাদেরকে অবশ্যই নিচের গ্রুপ এ যোগ দিন ।
join our group

5 thoughts on "Right Form Of Verb এর সহজ টেকনিক শিখে নিন , একটু হলেও কাজে লাগবে"

  1. Argho Saha Contributor says:
    Valo but download link koi?
    1. The Ordinary One Author Post Creator says:
      Link a duke file a jan
  2. samiul islam Contributor says:
    need 2nd part quickly

Leave a Reply