অনলাইনে যতোগুলো শিক্ষা প্লাটফর্ম রয়েছে তার মধ্যে উডেমিই হলো সর্বত্তম, কারণ উডেমিতে রয়েছে হাজার হাজার এক্সপার্ট শিক্ষক, যারা এ টু জেট শিখিয়ে দেয় শিক্ষার্থীকে।

উডেমি ২০১০ সালের মে মাসে বিকশিত হয়েছিল।

জানুয়ারী ২০২০ সাল পর্যন্ত এ প্ল্যাটফর্মের ৬৫ মিলিয়নেরও বেশি শিক্ষার্থী এবং ৫৭,০০০ প্রশিক্ষক রয়েছে ।
৬৫টি ভাষায় সেখানে ২৯৫ মিলিয়ন কোর্সের উপর নথিভুক্ত রয়েছে।

উডেমি ওয়েবসাইটে ১৫০,০০০ এরও বেশি কোর্স রয়েছে।

শিক্ষার্থী ও প্রশিক্ষকগণ ১৯০+ দেশের রয়েছে এ প্রযন্ত।

১১ মে ২০১০ সালে উডেমি প্লাটফর্মটি প্রতিষ্ঠিত হয়েছে, প্রায় ১০ ৩মাস বছর আগে।

প্লাটফর্মটি তৈরী করেছেনঃ
(1) Eren Bali
(2) Gagan Biyani
(3) Oktay Caglar
(4) Gregg Coccari (CEO)

(১) উডেমির কোর্সের ভাষাগুলো কি কি?
বেশিরভাগ ইংরেজীতে, বাংলায় তিনটা কোর্স দেখছিলাম মনে হয়।

(২) উডেমি কোর্সের কেমন দাম?

উডেমি কোর্সগুলোর দাম খুবই সস্তা, উডেমির একটা কোর্সের দাম যদি ২০০ ডলার হয় সেখান থেকে ৬০% ই ডিসকাউন্ট দিয়ে রাখে, যাতে সকলের কোর্সটি করতে পারে।

(৩) উডেমি কোর্স ইনরোল করার পর কতোদিন থাকবে?

উত্তরঃ সারাজীবন থাকবে।

(৪) উডেমি কোর্স শেষে কি সার্টিফিকেট দেয়?

উত্তরঃ জ্বী পেইড কোর্স গুলো সম্পন্ন করলেই সার্টিফিকেট পেয়ে যাবেন।

(৫) সার্টিফিকেট কিভাবে দিবে?

উত্তরঃ ১০০% কোর্স সম্পন্ন করলেই ইন্সট্যান্ট আপনার একাউন্টের ইমেইলে পাঠিয়ে দিবে, সেই লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

(৬) উডেমির সার্টিফিকেট কি কোনো কাজে লাগতে পারে?

উত্তরঃ জ্বী।
আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান আর মার্কেটপ্লেসে কাজের জন্যে আসেন, সেই সময়ে একটি ফোর্টফোলিও সাইট তৈরী করে এই সার্টিফিকেট গুলো সাজিয়ে রাখবেন, আর কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়াও অনেক কাজেই সার্টিফিকেট গুলো প্রয়োজন হয় অর্জন করা থাকলে।

(৭) উডেমি কোর্সগুলো বাংলাদেশ থেকে কেনার পেমেন্ট মেথড কি কি?

উত্তরঃ বাংলাদেশ থেকে একমাত্র মাস্টারকার্ডের মাধ্যমেই ক্রয় করতে পারবেন কোর্স গুলো।

(৮ )উডেমিতে ফ্রি কোর্স নেই?

উত্তরঃ জ্বী হাজার হাজার ফ্রি কোর্স রয়েছে, ফ্রি কোর্সে সার্টিফিকেট পাবেন না।

(৯)পেইড কোর্সগুলো কিভাবে সম্পন্ন করলে সার্টিফিকেট পাবো?

উত্তরঃ উডেমি কোর্সগুলো উডেমি সাইটে বা উডেমি এ্যাপ থেকে সম্পন্ন করলে সার্টিফিকেট পাবেন।

(১০)উডেমি পেইড কোর্স গুলো কি ফ্রিতে ইনরোল করার কোনো পদ্ধতি আছে?

উত্তরঃ জ্বী আছে। উডেমিতে নতুন কোর্স পাবলিশ করলে সেটা দুইদিন বা একদিনের জন্যে পেইড কোর্স ফ্রি করে দেয়, এই কোর্সগুলোর কুপন কোড Udemyoffer24 এই সাইটে পাবেন।

যাদের টাকা দিয়ে উডেমি কোর্সগুলো কেনার মতো সমার্থ নেই, তাদের জন্যে উডেমির পেইড কোর্সগুলো ফ্রিতে দেওয়ার জন্যে তৈরী করেছি Udemyoffer24

নতুন পেইড কোর্স গুলো ফ্রিতে পাওয়ার জন্যে ভিজিট করবেন উডেমি অফার টোয়েন্টি ফোর সাইটটিতে তাহলেই পেয়ে যাবেন হাজার টাকা মূল্যের কোর্স ফ্রিতে করার সুযোগ এবং প্রতিটা কোর্স সম্পন্ন করলেই সার্টিফিকেট পাবেন।


আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

8 thoughts on "অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম উডেমি সম্পর্কে জেনে নিন ( বিস্তারিত)"

  1. Alif Contributor says:
    Good Post….
  2. saihum Contributor says:
    UDEMY পেইড কোর্স ফ্রি তে করার জন্য যে কুপন কোডগুলো লাগে তার জন্য discudemy.com সাইট এ বেস্ট। তার জন্য এসব আউল ফাউল ওয়েবসাইট এর কোনো দরকার হয় না ? নিজের সাইটে ট্রাফিক নেবার ধান্দা ?
    1. স্বপ্ন Author Post Creator says:
      আপনাদের মতো কিছু মানুষ আছে বলেই আমাদের দেশের উন্নতি হয়না, অনলাইনে হোক বা অফলাইনে হোক।

      প্রায় ১ ঘন্টা ব্যায় করে আর্টিকেলটি লিখেছি আর তার প্রথম কমেন্ট এমন হবে ধারন ছিলোনা, কমেন্ট করার আশে একটু ভেবে কমেন্ট করবেন।

      আপনি কি জানেন বাংলাদেশের প্রায় ৩০০০ মানুষ জানে এই উডেমি সম্পর্কে ।
      আমরা কেনো এতো পিছিয়ে আছি শুধু আপনার মতো লোকদের অবদানে।

    2. saihum Contributor says:
      Ji vai,, r apnar moto manush der jnnoi amader desh eto unnoti krtese ?
      Eto valo manush hoile nijer site er link diten na.. sorasori discudemy coupon ee link dten.. tato den ni… Keno den ni, tahole to apnar kono lav nai,evabe to taka asbe na.. tai nijer site er link dsen ?
      Vai,babsa krte aschen jehetu erkm dui-ekta ktha shunar jnno ready thaken..
  3. nothing pm Contributor says:
    UDEMY পেইড কোর্স ফ্রি তে করার কুপন কোড দিয়ে ফ্রি তবে নিলে কি certificate পাব ???
    1. স্বপ্ন Author Post Creator says:
      জ্বী পাবেন।
    2. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ

Leave a Reply