১. আপনার মোবাইল ফোনের আইএমইআই (International Mobile Equipment Identity) নম্বর উল্লেখ পূর্বক নিকটস্থ থানায় জিডি করুন। প্রত্যেক ব্যক্তিরই নিজ নিজ মোবাইল ফোনের আইএমআই নম্বর শুরু থেকেই জেনে রাখা প্রয়োজন। উল্লেখ্য, আপনার মোবাইলের “কি” (key) বাটনে গিয়ে *#০৬# চেপে আপনার মোবাইল ফোনের আইএমআই নম্বর জানতে পারবেন। উক্ত নম্বরটি জানার পর উপযুক্ত কোনো জায়গায় লিপিবদ্ধ করে রাখুন, কারণ পরে এটি কাজে লাগতে পারে।
২. উক্ত জিডির একটি কপিসহ র্যাব (RAB) বরাবর অভিযোগ করুন।
৩. জিডির কপিতে উল্লেখ করা অফিসারের সাথে যোগাযোগ রাখুন এবং তার মাধ্যমে ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)- এর ট্র্যাকিং টিমের সহায়তা নিন।
অনেক সময় দেখা যায়, আইটিতে দক্ষ ইউজার নিজেই ট্র্যাক করে বের করে ফেলেছেন মোবাইলের অবস্থান। এরকম হলে ডিবির জন্য বসে থেকে লাভ নেই, লোকেশনসহ জিডিতে উল্লিখিত অফিসারের সহায়তা নিয়ে মোবাইল ফোন চোরকে ধরতে এগিয়ে চলুন। দেখা গেছে, থানায় জিডি করে বেশিরভাগ সময়েই ফোন ফেরত পাওয়া যায় না। এর কারণ হচ্ছে, আমাদের ট্র্যাকিং টিম মূলত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কেইসগুলোর ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকেন এবং মোবাইল ট্র্যাকিং করেন। খুন, সন্ত্রাস, বড় ধরনের অপরাধ ইত্যাদি সংশ্লিষ্ট মোবাইল ট্র্যাক করাই যেন এদের মূল কাজ। তাই সাধারণ জনগণের ক্ষেত্রে এরা তেমন একটা গুরুত্ব দেওয়ার সময় পান না অথবা গুরুত্ব দিতে চান না। যদিও সকলের ক্ষেত্রেই এই টিমের গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তবুও জিডি করবেন কেন?
১. আপনার মোবাইল ব্যবহার করে কেউ অপকর্ম, অন্যায়-অপরাধ করলে সেগুলো যেন আপনার ঘাড়ে না বর্তায়। আপনার হারিয়ে যাওয়া মোবাইলে সংরক্ষিত তথ্য ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে, জিডির কপি দেখিয়ে সেটার দায় থেকে আপনি রক্ষা পেতে পারবেন।
২. হঠাৎ জিডির দ্বারা ট্র্যাকিং করে মোবাইল পাওয়া গেলেও যেতে পারে।
সাবধানতা :
মোবাইল ফোনে এমন কোনো ছবি রাখা ঠিক হবে না, যেটা প্রকাশ হলে আপনার জন্যে সামাজিক এবং অন্যান্য ক্ষতি বয়ে আনতে পারে। অন্তরঙ্গ মুহূর্তে কেউ ওরকম ছবি তুলতে চাইলে সতর্ক থাকুন। কারণ, এ ধরনের ‘ভালোবাসা’ আপনার সারা জীবনের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে।
8 thoughts on "আইন জানুন আইন মানুন পর্ব ১ : মোবাইল ফোন হারালে বা চুরি হয়ে গেলে কী করবেন?"