আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আগে নিয়মিত কন্টেন্ট লিখব ভাবতাম। কিন্তু নিয়মিত পোস্ট করা হয় না। রাতে ভাবতাম সকালে পোস্ট করবো। সকালে ভাবতাম বিকালে। বিকালে ভাবতাম এখন তো খেলার সময় রাতেই ভালো সময়।আর রাতে ভাবতাম এখন পড়ার সময়।

অজুহাত আমাকে ভালো কাজ করতে দিতো না।আর এটাই কিন্তু অলসতা। কাজ করতে ভালো না লাগা, শুয়ে থাকতে ভালো লাগা এমন।

এই অলসতা দূর করতে আমরা আজ একটা ট্রিক শিখবো যেটা আমাদের কাজ শুরু করতে সাহায্য করবে। চলুন শিখে নেওয়া যাক।এটা হলো ৫ সেকেন্ড রুল। আমরা যখন কোনো কাজ শুরু করতে চাই তখন আমাদের ব্রেন একটা অজুহাত দাড় করিয়ে দেয়। যেমন আজ ভালো লাগছে না কাল, একটু পর করবো ইত্যাদি।

আর এখানে ট্রিক হলো আপনি আপনার ব্রেনকে এসব অজুহাত দাড় করাতে সময় দিবেন না।কোনো কাজের কথা মাথায় আসলেই ৫ সেকেন্ডের মধ্যে শুরু করে দিবেন। যেমন আযান দিলো আপনি সাথে সাথে ওযু করতে চলে যান এবং মসজিদে দিকে যেতে শুরু করবেন।আমি এই ট্রিক মেল রবিন্স এর বই দ্যা ফাইভ সেকেন্ড রুল বইয়ে পাইছি।

আমার ট্রিকবিডিতে আরো পোস্টঃ
এবার HSC প্রস্তুতি নিন টেন মিনিট স্কুলের সাথে

৯০% ছাড়ে টেন মিনিট স্কুলের ৯,৫০০ টাকার SSC Crush Course করুন মাত্র ৯,৫০ টাকায়

হ্যাকস বান্ডলঃ একটির দামে ৩টি বই!

আমার সাইটঃ
স্মার্ট ক্যারিয়ার পিডিএফ | Smart Career Pdf

One thought on "অলসতাকে জয় করুন কাজ করুন আনন্দের সাথে (১ম পর্ব)?"

  1. ik Sakib Contributor says:
    ধন্যবাদ

Leave a Reply