এবার এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্ট দিয়েই। আছকে শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তবে, কয়েকটি বিষয়ে পরীক্ষাও নেয়া হতে পারে। অ্যাসাইনমেন্ট মূল্যায়ন কেমন হচ্ছে তা মূল্যায়ন করার পর সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া হবে। এ ক্ষেত্রে ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের ১২ সপ্তাহে বিভাগভিত্তিক তিনটি বিষয়ে মোট ২৪ টি অ্যাসসাইনমেন্ট করতে হবে। আগামী ১৮ জুলাই থেকে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে। আর এইচএসসি পরীক্ষার্থীদের ১৫ সপ্তাহে বিভাগভিত্তিক নির্বাচিত তিনটি বিষয়ের ৬টি পত্রে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট দেয়া হবে। এসব অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন ফল মূল্যায়ন যাচাই করা হবে।

আর করোনা পরিস্থিতি অনুকূলে এলে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়া হবে।

6 thoughts on "২০২১ সালের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্ট দিয়েই!"

  1. Md jamal faruk Contributor says:
    বিস্তারিত উল্লেখ করুন
  2. Me.Reayad Contributor says:
    2022 ssc Batch Er Ki Hobe?
    1. Robiul Rifat Author says:
      Apnader exam hbe ,Sure ;-
    2. Abdus Sobhan Author says:
      Apatoto porun
  3. Md jamal faruk Contributor says:
    বিস্তারিত বলার জন্য ধন্যবাদ

Leave a Reply