Correct use of punctuation অংশটি ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এমনকি প্রত্যেক পরীক্ষায় এই কারেক্টর ইউজ পানচুয়েশন প্রশ্নটি আসে। বিশেষ করে আমরা যারা ক্লাস সিক্স থেকে পড়াশোনা করছি, ক্লাস সিক্স থেকে পরবর্তী ক্লাসে প্রত্যেক পরীক্ষায়। এই কারেক্ট ইউজ অফ পানচুয়েশন প্রশ্নটিই আসে।

Correct use of punctuation প্রশ্নটি জন্য বেশ ভালই নম্বর দিয়ে থাকে। এ কারণেই আমাদের অবশ্যই এই কারেক্ট অফ ইউজ পানচুয়েশন প্রশ্ন উত্তর দেওয়া আবশ্যক। যদিও কারেক্ট অফ ইউজ পানচুয়েশন নিয়ে আগে আরো একটি পোস্ট করেছিলাম। যদিও সেখানে বেসিক কিছু ধারনা দিয়ে পাবলিশ করেছিলাম পোস্টটি। আজকে আমরা correct use of punctuation এর চিহ্ন কি কি? এবং কোথায় কোথায় চিহ্ন গুলো বসবে?

উদাহরণসহ আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যাতে করে আপনারা কারেক্ট ইউজ অফ পানচুয়েশন এর চিহ্নিত অংশ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এবং পরীক্ষায় আসলেও খুব সহজে আপনারা, লিখতে সক্ষম হবে বলে আশা করি। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা এখন, correct use of punctuation এর চিহ্নিত অংশ নিয়ে বিস্তারিত জেনে নিই।

Correct use of punctuation এর জন্য মোট 11 টি চিহ্ন সম্পর্কে জানা আবশ্যক?

কারেক্ট ইউজ অফ পানচুয়েশনঃ বন্ধুরা কারেক্ট ইউজ অফ পানচুয়েশন, একটি লেখার জন্য আমাদের মোট 11 টি চিহ্ন সম্পর্কে জানা অতিব আবশ্যক। এবং পরীক্ষায় আসলে এই 11 টি চিহ্ন গুলো আসবে। তো চলুন এখন আমরা এই 11 টি চিহ্ন সম্পর্কে উদাহরণসহ বিস্তারিত জেনে নিই।

1. Full stop (.)

ফুলস্টপ দীর্ঘতম বিরতি নির্দেশ করে। এটি ব্যবহার নিম্নে দেওয়া হল।

***Assertive sentence, imperative sentence, optative sentence, এর শেষে সাধারণত ফুল স্টপ বসে।

যেমন উদাহরণ হিসেবেঃ

##I am a student.

2. Comma (,)

কমা স্বল্পতম বিরতি নির্দেশ করে। এটি সবথেকে বেশি ব্যবহৃত বিরাম চিহ্ন হয়ে থাকে। সুতরাং এর ব্যবহার নিম্নে দেওয়া হল।

***একই পার্টস অফ স্পিচ ভুক্ত তিন বা ততোধিক শব্দ পাশাপাশি থাকলে, and দ্বা যুক্ত শেষ 2 টি শব্দ ব্যতীত অন্য গুলো পড়ে বসে।

যেমন উদাহরণ হিসেবেঃ

##Dhaka, rajshahi, Khulna and sylhet are for division of Bangladesh.

***ট্যাগ কোশ্চেন এর ক্ষেত্রে স্টেটমেন্ট এরপরে এবং কোশ্চেন এর পূর্বে, সাধারণত কম বসে।

যেমন উদাহরণ হিসেবেঃ

## Birds can not swim, can they?

***ইন্ত্রডাক্টরি yes or no কে মূল্য বাক্য থেকে আলাদা করার জন্য, সাধারণত কমা বসে।

যেমন উদাহরণ হিসেবেঃ

## No, I shall not come.

রিপোর্টেড শব্দ এর উভয় পাশে থাকলে, সাধারণত কমা বসাতে হয়।

যেমন উদাহরণ হিসেবেঃ

I will never, never help you, twinkle, twinkle little star.

3. Semicolon (;)

কমা অপেক্ষা বেশি এবং ফুলস্টপ অপেক্ষা কম বিরতি নির্দেশ করতে, সাধারণত সেমিকোলন বসে।

***অপেক্ষাকৃত বড় কম্পাউন্ড সেন্টেন্স, এর co-ordinator conjunction বাদ দিলে ওই conjunction এর স্থানে সেমিকোলন বসে।

যেমন উদাহরণ হিসেবেঃ

## The rbumpy; the bus rickety,

4. Colon (:)

সেমিকোলন অপেক্ষা দীর্ঘ বিরতি নির্দেশ করে কলন।

***সাধারণত such as, follows, the following thus ইত্যাদি শব্দ ধরা কোন উদাহরন বা তালিকা দেওয়া হলে, ওই উদাহরণ বা তালিকার পূর্বে কলন বসে।

যেমন উদাহরণ হিসেবেঃ

##the flowing are his virtues.

5. Inverted comma (” “)

***কারো উক্তি অবিকলভাবে উদ্ধৃত করার সময় উক্তির শুরু, এবং শেষ নির্দেশ করতে এই চিহ্ন ব্যবহার করা হয়।

যেমন উদাহরণ হিসেবেঃ

## he said to me, “help me, please”

6. Apostrophe (‘)

***কোন শব্দ এর লেটার কিংবা লেটার্স এ বিলোপ করতে এই চিহ্নটি ব্যবহার করা হয়।

যেমন উদাহরণ হিসেবেঃ

##Sajid’s mother

7. Hyphen (-)

***দুই বা ততোধিক শব্দ এর সমন্বয়ে কোন কম্পাউন্ড গঠন করতে এই চিহ্নটি ব্যবহার করতে হয়।

যেমন উদাহরণ হিসেবেঃ

## Up-to-date

8. Interrogation (?)

***ইন্টারোগেশন সেন্টেন্স এর শেষে সাধারনত ইন্টারোগেশন চিহ্ন ব্যবহার করা হয়।

যেমন উদাহরণ হিসেবেঃ

## Who are you?

9. Dash (_)

***এই চিহ্নটি, correct use of punctuation প্রশ্নে আসার সম্ভাবনা নেই। সুতরাং এটা না জানলেও কোন সমস্যা হবেনা আশা করা যায়।

10. Bracket ( [],(),{},]

***এই চিহ্নটি, correct use of punctuation প্রশ্নে আসার সম্ভাবনা নেই। সুতরাং এটা না জানলেও কোন সমস্যা হবেনা আশা করা যায়।

11. Ellipsis (……)

***এই চিহ্নটি, correct use of punctuation প্রশ্নে আসার সম্ভাবনা নেই। সুতরাং এটা না জানলেও কোন সমস্যা হবেনা আশা করা যায়।

আর্টিকেল সম্পর্কিত শেষ কথা?

প্রিয় বন্ধুরা আজকে আমরা, সাধারনত কারেক্ট ইউজ অফ পানচুয়েশন এর চিহ্ন গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। অবিকল আপনাদের সামনে যেভাবে আর্টিকেলটি উপস্থাপন করেছি, আপনারা এভাবে করে মুখস্ত করলেও, অবশ্যই পরীক্ষায় যে কোন পানচুয়েশন খুব সহজে পরীক্ষায় লিখতে পারবেন। আর্টিকেলে কোথাও কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখে। অবশ্যই আমাকে বলবেন আমি সংশোধন হয়ে নিব। তবে কেউ খারাপ মন্তব্য করবেন না আশা করি। বরাবরের মত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।

আশা করি আবার অন্য কোন আর্টিকেলে দেখা হবে। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। পারলে আর্টিকেলটি বন্ধুদের কাছে শেয়ার করে, কারেক্ট ইউজ অফ পানচুয়েশন এটি জানার সুযোগ করে দিন। আপনাদের সুবিধার্থে শর্টকাট ভাবে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। সুতরাং কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

One thought on "English guide: correct use of punctuation এর চিহ্ন সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নিন!"

  1. Md Manik Subscriber says:
    Aro post cai

Leave a Reply