আমরা সকলেই জানি একাদশ শ্রেণির প্রথম পর্যায়ের ভর্তির কলেজের রেজাল্ট পাবলিশ করা হয়েছে এবং বর্তমানে প্রথম পর্যায়ে যারা কলেজ চয়েস করেছে তাদের নিশ্চায়ন চলছে আমরা অনেকেই আছি প্রথম চয়েজে ভালোমতো কলেজ পাইনি তাই আমরা সবাই চাই দ্বিতীয়বার চয়েস করতে যাদের প্রথম চয়েজে ভালো কলেজ আসেনি তারা দ্বিতীয়বার কলেজ চয়েজ করতে পারেন এরপর তৃতীয়বার আপনারা চাইলেও কলেজ চয়েজ করতে পারবেন। আজকে আমি দ্বিতীয় ও তৃতীয় বার কলেজের কিছু বিষয় নিয়ে এবং সময়সূচি নিয়ে আপনাদের মাঝে একটি আর্টিকেল পাবলিশ করলাম নিচে প্রত্যেকটি বিষয়ের সময়সূচী দেওয়া হল।

আরো পড়ুন যেকোনো বোর্ড পরিক্ষার রেজাল্ট দেখুন ইন্টারনেট এর মাধ্যমে!!

২য় পর্যায়ের অনলাইন ভর্তি আবেদন গ্রহণ ০৭/০২/২০২২ থেকে ০৮/০২/২০২২ খ্রি. তারিখ রাত ০৮:০০ টা পর্যন্ত।

পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১০/০২/২০২২ খ্রি. তারিখ রাত ০৮:০০ টায়।

২য় পর্যায়ের আবেদনের ভর্তি ফল প্রকাশিত হবে ১০/০২/২০২২ খ্রি. তারিখ রাত ০৮:০০ টায়।

২য় পর্যায়ের শিক্ষার্থীদের কলেজ নিশ্চয়ন করা যাবে ১১/০২/২০২২ থেকে ১২/০২/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

৩য় পর্যায়ের ভর্তি আবেদন গ্রহণ করা হবে ১৩/০২/২০২২ খ্রি. তারিখে।

পছন্দ অনুযায়ী ২য় মাইগ্রেশন ফল প্রকাশ ১৫/০২/২০২২ খ্রি. তারিখ রাত ০৮:০০ টায়।

৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ১৫/০২/২০২২ খ্রি. তারিখ রাত ০৮:০০ টায়।

৩য় পর্যায়ের শিক্ষার্থীদের কলেজ নিশ্চয়ন ১৬/০২/২০২২ থেকে ১৭/০২/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নির্বাচিত কলেজে ভর্তি হতে হবে ১৯/০২/২০২২ থেকে ২৪/০২/২০২২ খ্রি. তারিখের মধ্যে।

ক্লাস শুরু ২ মার্চ ২০২২ খ্রি. তারিখে।

Bd Top Tech সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) আর্টিকেল দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন।

ভিসিট করুনঃ BD Top Tech.com

আরো পড়ুন বাংলাদেশের সকল সিম কোম্পানির পরিচিতি এবং গুরুত্বপূর্ণ কয়েকটি ইউএসএসডি কোড দেখে নিন!!

আল্লাহ হাফেজ!!

3 thoughts on "একাদশ শ্রেণির ভর্তির জন্য ২য় ও ৩য় বার কলেজ চয়েস এর সময়সূচী দেখে নিন!"

  1. MD Eamin Howlader Contributor says:
    ফেসবুক ব্লাঙ্ক name নিয়া পোস্ট করেন
    1. SGR Author Post Creator says:
      W8 Coming Soon

Leave a Reply