জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে কলেজসমূহে স্নাতক ১ম বর্ষ ২০২১-২২ সেশনে ভর্তির আবেদন১৮ সেপ্টেম্বর বিকাল ৪ টা থেকে ১১ই অক্টোবর ২০২২ পর্যন্ত চলমান থাকবে। ভর্তিইচ্ছুক শিক্ষার্থীকে নির্ধারিত ওয়েবসাইটের মধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি ২৫০৳ কলেজকৃতক নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি ১২ই অক্টোবরের মধ্যো জমা দিতে হবে।
আবেদন করার আগে অবশ্যই এগুলা পড়ে নিবেন-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়মঃ
প্রথমেই বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ড্রিগ্রি পাস থেকে Apply now এ ক্লিক করতে হবে।
তো চলুন আগে ছবি এডিট করে নেই –
এখন ফটোটি ডাওনলোড করে নেই।
প্রফাইল থেলে View Application এ গেলে আপনি আপনার আপ্লিকেশন এর Status দেখতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তির আবেদন ফি জমা দেওয়ার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুনঃ
ডিগ্রি আবেদন ফি সব কলেজে অনলাইনে জমা দেওয়া যায়না, নির্দিষ্ট কিছু কলেজে অনলাইনে ফি জমা নেওয়া হয়।বাকি কলেজগুলোতে সরাসরি গিয়ে জমা দিতে হবে।
প্রথমেই উপরের লিংকে গিয়ে Application fee ওপেন করুন-
বিদ্রঃ আগে থেকেই আপ্লিকেশন ফি জমা দেওয়ার একটি পোস্ট রয়েছে তায় আপনারা এই পোস্টটি দেখে আসতে পারেন।
12 thoughts on "জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২"