ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে কলেজসমূহে স্নাতক ১ম বর্ষ ২০২১-২২ সেশনে ভর্তির আবেদন১৮ সেপ্টেম্বর বিকাল ৪ টা থেকে ১১ই অক্টোবর ২০২২ পর্যন্ত চলমান থাকবে। ভর্তিইচ্ছুক শিক্ষার্থীকে নির্ধারিত ওয়েবসাইটের মধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি ২৫০৳ কলেজকৃতক নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি ১২ই অক্টোবরের মধ্যো জমা দিতে হবে।



আবেদন করার আগে অবশ্যই এগুলা পড়ে নিবেন-


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়মঃ

প্রথমেই বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ড্রিগ্রি পাস থেকে Apply now এ ক্লিক করতে হবে।

ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২



এখানে ৫ টি ধাপে আপনাকে আবেদন সম্পর্ন করতে হবে।
প্রথম ধামে SSC এবং HSC এর তথ্য দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে।


ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২

এরপর আপনার ব্যাক্তিগত তথ্য দেখাবে যদি ঠিক থাকে তাহলে Next চাপুন।

আর যদি কোন কিছু ভূল থাকে এখনি সেটা ঠিক করে নিন।
ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২

এই ধাপে সর্ববামে আপনার রেজাল্ট এবং বিভাগ অনুযায়ী Eligible Couese এর তালিকা দেখতে পাবেন। তার ডানে College selection অপশন থেকে আপনার পছন্দমত কলেজ বেছে নিন। 
তার ডানের ঘর থেকে Subject বেছে নিন। সবার ডানে Preferred subject list দেখাবে এখন Next এ ক্লিক করুন।



ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২


এর পরের ধাপে আপনি যদি কোন কোটায় ভর্তি হতে চান তবে Yes আর না হয় No সিলেক্ট করে Next এ ক্লিক করুন।



ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২

 সবার শেষ আপনার একটি ছবি আপলোড দিতে হবে তবে তার জন্য সাইজ হবে- 

Height – 150px
Width – 120 px
Size– 50kb
Img Format- jpg


তো চলুন আগে ছবি এডিট করে নেই – 


ছবি এডিট করার জন্য এই লিংকে গিয়ে নিচের মত করে ছবির মাপ দিয়ে Resize এ ক্লিক করি।



ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২


এখন ফটোটি ডাওনলোড করে নেই।


ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২

এখানে এডিট করা ফটোটি আপলোড করে নিচের দিকে মোবাইল এবং ইমেইল ঠিকানা দিয়ে Preview Application  এ ক্লিক করি।

ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২



এখন আপনার আবেদনটি দেখতে পারবেন। সব কিছু ঠিক থাকলে Submit Application এ ক্লিক করুন।


ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২



Application Submit করার পর আপনাকে Admission Roll & Pin দেওয়া হবে যেটি পরবর্তিতে আবেদনের স্টাটাস দেখতে বা কিছু এডিট করতে কাজে লাগবে।



পাশে থাকা Download application Form এ ক্লিক করে আপনার Application টি ডাওনলোড করে নিন।


ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২


এখন নির্ধারিত কলেজে এই আপ্লিকেশন ফর্মের একটি কপি এবং ২৫০৳ ফি জমা দিতে হবে।


ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২


আপনার প্রফাইলে লগিন করার জন্য Applicants Login থেকে Degree pass login এ ক্লিক করুন।

ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২


এখানে আপনাকে যে রোল নাম্বার এবং পিন নাম্বার দেওয়া হয়েছিল সেটি দিয়ে লগিন করুন।


ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২



প্রফাইল থেলে View Application এ গেলে আপনি আপনার আপ্লিকেশন এর Status দেখতে পারবেন।

আমি মাত্র Submit করেছি তাই Submitted দেখাচ্ছে।
যখন কলেজ থেকে আপনার আবেদনটি  নিয়ে নিবে তখন Received দেখাবে এবং মোবাইলে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২




জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তির আবেদন ফি জমা দেওয়ার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুনঃ

ডিগ্রি আবেদন ফি সব কলেজে অনলাইনে জমা দেওয়া যায়না, নির্দিষ্ট কিছু কলেজে অনলাইনে ফি জমা নেওয়া হয়।বাকি কলেজগুলোতে সরাসরি গিয়ে জমা দিতে হবে। 



প্রথমেই  উপরের লিংকে গিয়ে  Application fee ওপেন করুন-


ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২



বিদ্রঃ আগে থেকেই  আপ্লিকেশন ফি জমা দেওয়ার একটি পোস্ট রয়েছে তায় আপনারা এই পোস্টটি দেখে আসতে পারেন।





































































12 thoughts on "জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২"

  1. Md Abul basar Contributor says:
    ধন্যবাদ পোস্টে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য
    1. Tunes71. Com Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    ধন্যবাদ আপনাকে ভর্তি এর সময় কাজে লাগবে
    1. Tunes71. Com Author Post Creator says:
      আপনাকে ধন্যবাদ
  3. $r@b0n99 Contributor says:
    Thanks khub valo post sajano guchano.onnder k help korte parbo.
  4. Sakibur Rahman Contributor says:
    Tnx but dhaka 7 clg e vorti hoye geci?
  5. Rasel khan Contributor says:
    আমি কি একসাথে ২ টা কলেজে র্ফম তুলতে পারবো.?
    1. Tunes71. Com Author Post Creator says:
      Ei bisoye sothik jani na. Tobe mone hoy parben na
  6. Rakib Author says:
    বেশ সাজানো গোছানো কাজের পোস্ট
  7. Xein Ahmed Author says:
    Postta bookmark kore rakha drkr. Myb I will need it in near future
    1. Tunes71. Com Author Post Creator says:
      Thanks

Leave a Reply