আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন?
আজকে আবার লিখতে বসলাম সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে।
যদিও এই বিষয়ে আর লেখার তেমন আগ্রহ ছিলনা, কিন্তু ৪-৫জন ট্রিকবিডি ভিজিটর আমাকে ফেইসবুকে নক দিয়ে আরো লেখার অনুরোধ করে, সেকারণে লিখতে বসলাম আবার।

পোস্টটি তৈরি করতে যে ক্যালকুলেটর (Physical Model FX-100)এপ্লিকেশন এর সাহায্য নেওয়া হয়েছে – Download

আগের পোস্টগুলো,

HSC ICT- সংখ্যা ভিত্তিতে Calculator এর ব্যবহার [Scientific Calculator-EP-1]]
বিজ্ঞানের বিভিন্ন ধ্রুবক ও ইউনিট কনভার্সনে ক্যালকুলেটরের ব্যবহার [Scientific Calculator- EP-2]

বিষয়ঃ বিভিন্ন ধরণের সমীকরণ সমাধানে ক্যালকুলেটর এর ব্যবহার

প্রারম্ভিক আলোচনা

সাধারণত HSC লেভেল পর্যন্ত আমরা কয়েকধরণের সমীকরন সম্পর্কে জেনে থাকি,
১) এক চলক বিশিষ্ট সমীকরণঃ যেখানে অজ্ঞাত রাশি থাকে একটি।
যেমনঃ x+2=5 অথবা y+6=10 ইত্যাদি

২) দুই চলক বিশিষ্ট সমীকরণঃ যেখানে অজ্ঞাত রাশি থাকে দুইটি।
যেমনঃ x+y=8,x-y=2 ইত্যাদি।

৩) তিন চলক বিশিষ্ট সমীকরণঃ যেখামে অজ্ঞাত রাশি থাকে তিনটি।
যেমনঃ x-y+z= 20, x+y+z= 100 ইত্যাদি।

৪) একঘাত বিশিষ্ট সমীকরনঃ যেখানে চলক এর ঘাত (Power) হবে 1। উদাহরন একচলকের অনুরূপ।

৫) দ্বিঘাত বিশিষ্ট সমীকরণঃ যেখানে চলক এর ঘাত হবে 2। যেমনঃ 2x²+5x+6=0

ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম


১) প্রথমেই MODE বাটনে প্রেস করে ক্যালকুলেটরে Equation Mode অন করে নিতে হবে।

২) Equation Mode অন করার সময় সমীকরণ কি ধরণের তা সিলেক্ট করে নিতে হবে।
সমীকরণটি কি দুই চলকের নাকি তিন চলকের? দ্বিঘাত নাকি ত্রিঘাত?

৩) এবার সমীকরণ টি কে ax+by=c ( দুই চলক, তিন চলকের ক্ষেত্রে) এবং ax+by+c=0 ( দ্বিঘাত এর ক্ষেত্রে) এর সাথে তুলনা করতে হবে।
তুলনা করে a1,b1,c1,a2,b2,c2 এর মান ইনপুট দিতে হবে।




৪) সকল ইনপুট শেষে ইকুয়্যাল প্রেস করলেই, X,Y এরমান চলে আসবে।



৫) দ্বিঘাত এর ক্ষেত্রে Equation Mode সিলেক্ট করার সময় Degree 2 সিলেক্ট করে নিতে হবে।

৬) এবার ax+by+c=0 এটার সাথে তুলনা a,b,c এর মান ইনপুট দিয়ে ইকুয়্যাল প্রেস করি। X1,X2 এর মান চলে আসবে।

তো এই ছিল আজকের পোস্ট, কোনো প্রকার কমতি থাকলে মন্তব্য করবেন।

আরও পড়ুন,
‘বিনিময়’ – বাংলাদেশ ব্যাংকিং সিস্টেমে নতুন সেবা [MFS to MFS, Bank & Vice Versa]

সেইভ করার ঝামেলা ছাড়া যেকোনো Whatsapp নাম্বারে চ্যাট করুন

PDF এর খুটিনাটি এর জন্যে আমার দেখা সেরা দুটি ওয়েবসাইট রিভিউ

আপনার স্মার্টফোন এর লুক পুরাতন নোকিয়ার লুক দিয়ে চমকে দিন সবাইকে

Bluetooth Speaker কে বানিয়ে ফেলুন Sound Amplifier [App Review ]

ইংরেজি ২য় পত্রের সিভি লেখা নিয়ে আর নয় চিন্তা [শিক্ষার্থীদের জন্যে]

দৈনন্দিনের হিসাব রাখার দারুণ একটি App [একের ভেতর অনেক]

মেডিসিন সম্পর্কে জানুন এবং অর্ডার করুন [App Review]

দ্বীনি ভাই-বোনদের জন্যে প্রয়োজনীয় পাচঁটি এপ্লিকেশন

10 thoughts on "সমীকরণ সমাধানে ক্যালকুলেটরের ব্যবহার [Scientific Calculator- EP-3]"

  1. Asif5 Contributor says:
    খুব সুন্দর লিখেছেন ভাই।
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      সত্ত্যি সুন্দর লিখেছি?? কারণ এই পোস্ট টা আগেরকার মত গোছানো হয়নি
  2. Asif5 Contributor says:
    এটা ঠিক বলেছেন কিন্তু পোষ্টা সুন্দর হয়েছে।
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    ভাই পোস্ট ঠিক আছে তবে এত স্পন্সর পোস্ট এর লিঙ্ক দিলেন কেনো?
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      এগুলা তো সব ট্রিকবিডিতে করা আমার পোস্টের লিংক। বাইরের কোনো লিংক তো দিইনাই।এটা কি নিষেধ নাকি?
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      ওহ আচ্ছা sorry
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      শুধু নাইস না বলে গঠনমূলক মন্তব্য করলে ভালো হয়।
    2. MD Shakib Hasan Author says:
      পরবর্তী পোস্টে করব ইনশাআল্লাহ
  4. Unlimited Fun Contributor says:
    ভালো লিখছেন।

Leave a Reply