আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

প্রতিবারের মত এইবারও এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হলো,,, ফলাফল ও প্রকাশিত হয়েছে। মূলত এসএসসি পর্যন্ত সময় কে মাধ্যমিক স্তরের শিক্ষা বলা হয়।

এসএসসি এর পর উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জনের জন্য আমাদের কলেজ বা অন্য সকল প্রতিষ্ঠানে ভর্তি হতে হয়। আমাদের দেশে বেশির ভাগ শিক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা হিসেবে কলেজ কে বেছে নেয়।

কলেজে ভর্তি হতে বেশিরভাগ ছেলে মেয়েরা কম্পিউটার অপারেটর এর দোকান থেকে ভর্তি হয় এরফলে অনেক ছেলে মেয়ে এক সাথে ভর্তি হতে আসে তাই সময় এর অপচয় বেশি হয়। এবং টাকা এর পরিমাণ একটু বেশি লাগে।

আজকে আমি যেই পদ্ধতি দেখাবো এটি ব্যাবহার করে যেকোনো শিক্ষার্থী তার পছন্দ মত কলেজে বাড়িতে বসে ভর্তি আবেদন করতে পারবে । তো দেরি না করে শুরু করা যাক।

এসএসসি 2022 পরীক্ষা এর রেজাল্ট প্রকাশিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় ৮ ডিসেম্বর 2022 থেকে কলেজ ভর্তি আবেদন শুরু করবে আমি শিক্ষার্থীদের দেখানোর জন্য আমার আগের বছর এর ভর্তি প্রক্রিয়া টি দেখাচ্ছি। এই বছর ও একই ভাবে ভর্তি হতে হবে।

প্রথমে এই লিঙ্ক প্রবেশ করতে হবে।

ভর্তি আবেদনের লিঙ্ক

তারপর এমন একটা পেজ আসবে এইখানে প্রথমত ভর্তি প্রক্রিয়া শুরু করতে টাকা পেমেন্ট করতে হবে ।

“ফি প্রদান পদ্ধতি তে ক্লিক করুন ”

আপনার সামনে অনেক পেমেন্ট পদ্ধতি আসবে যেটা ভালো লাগবে আপনি সিলেক্ট করবেন।

আমি নগদ সিলেক্ট করলাম। এইবার একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে কিভাবে নগদ দিয়ে পেমেন্ট করবেন এমন ফাইল আসবে।

যদি আপনি নগদ দিয়ে পেমেন্ট করতে চান প্রথমে নগদ অ্যাপ ওপেন করুন। তারপর “বিল পে” সিলেক্ট করুন।

এইবার “শিক্ষা প্রতিষ্ঠান” সিলেক্ট করুন

এইবার আপনি XI লিখে সার্চ করুন তাহলে আপনি এটা পাবেন।
এইখানে ক্লিক করুন।

এই জায়গা তে আপনার রোল নাম্বার , শিক্ষা বোর্ড, এবং মোবাইল নাম্বার দিয়ে পরবর্তীতে ক্লিক করুন।

এইবার আপনি আপনার নাম, রোল, এবং বোর্ড, দেখতে পারবেন। সব কিছু দেখে নিবেন। যদি ঠিক থাকে next এ ক্লিক করুন।

এইবার এইখানে চাপ দিয়ে ধরে থাকুন,,

আপনার কাজ শেষ এইবার আপনি ওই ওয়েবসাইটে যান। আপনি সারাদিন আবেদন করতে পারবেন তবে রাত 11 টা এর পর আবেদন করতে পারবেন না। সুতরাং এর আগে আবেদন করার চেষ্টা করবেন।

এইবার আপনি “Apply Now” লেখাতে ক্লিক করুন।

আপনার সামনে এইবার এমন একটা পেজ আসবে এইখানে আপনি আপনার রোল, শিক্ষা বোর্ড, পাসের সাল, এবং রেজিস্ট্রেশন নাম্বার টি পূরণ করুন। তারপর ক্যাপচা এন্ট্রি পূরণ করুন যেই কোড টি লেখা আছে ফাঁকা বক্সে দিয়ে দিন। তারপর next এ ক্লিক করুন।

অনেক সময় দেখা যায় টাকা পেমেন্ট করার পরেও আমাদের টাকা অ্যাড হয় না এমন সমস্যা হলে আপনি যেই মাধ্যমে টাকা পেমেন্ট করেছিলেন সেটা সিলেক্ট করুন। তারপর টাকা পেমেন্ট এর পর আপনি যেই এসএমএস পেয়েছিলেন সেই এসএমএস থেকে transection নাম্বার টি কপি করে এইখানে বসিয়ে দিন।

এইবার ক্যাপচা এন্ট্রি পূরণ করে next এ ক্লিক করুন।

আপাতত আপনার কাজ শেষ এইবার আপনার কাজ হলো কলেজ ভর্তি এর জন্য আবেদন করা । এইবার আপনি back করে ওয়েবসাইটের হোম পেজে আসুন।

“Apply Now ” তে ক্লিক করুন।

এইবার এইখানে আপনি আপনার রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের সাল, এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে আবার ক্যাপচা পুরন করুন।

এইবার আপনি এইখানে আপনার দেওয়া তথ্য অনুযায়ী আপনার সম্পূর্ন তথ্য পেয়ে যাবেন। আপনার নাম থেকে শুরু করে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আমি পার্সোনাল তথ্য গুলো হাইড করে আপনাদের দেখাচ্ছি।

এইবার আপনার কাজ হলো এইখানে আপনার মোবাইল নাম্বার অ্যাড করা, অবশ্যই সঠিক নাম্বার দিবেন কারণ আপনার কলেজ সিলেক্ট হলে আপনি এই নাম্বারে কনফার্মেশন মেসেজ পাবেন ।

এইবার next এ ক্লিক করুন।

এইবার আপনার সামনে কলেজে চয়েস দেওয়ার অপশন চলে আসবে। আপনি এইখানে আপনার বোর্ড, জেলা, থানা, লিখে দিবেন।

এবং যাবতীয় তথ্য পূরণ করবেন।

তাহলে আপনি আপনার কাঙ্খিত কলেজ গুলো দেখতে পারবেন।

আপনি সর্বোচ্চ ৫ টি কলেজে আবেদন করতে পারবেন।

সব কমপ্লিট হলে কোনো ভুল ত্রুটি হলে বা কলেজ পরিবর্তন এর জন্য আপনি preview application লেখাতে ক্লিক করুন

এইবার এইখানে দেখতে পারবেন সব ঠিক আছে কিনা, যদি ভুল থাকে এডিট করতে পারেন। এইবার submit application লেখাতে ক্লিক করবেন।

এইবার এমন এসএমএস দেখতে পারবেন।

যদি এমন আসে তাহলে আপনার কলেজ চয়েস দেওয়া হয় গেছে।

আমার একটা পরামর্শ থাকবে আপনি যেই কলেজে ভর্তি হতে চান সেই কলেজ এর নাম আগে দিবেন দেখবেন সেই কলেজে আপনি চান্স পেয়ে গেছেন

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য এইরকম নিত্য নতুন সব আপডেট পেতে TRICKBD এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

23 thoughts on "বাড়িতে বসে যেভাবে অনলাইনে পছন্দের কলেজ ভর্তি আবেদন করবেন জেনে নিন!!"

  1. অনেক ভালো।তবে অনলাইন এসব করে কিছু নেই সরাসরি কথা বলে ভর্তি হওয়া অনেক ভালো।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      সরাসরি কথা বলে কলেজে ভর্তি হওয়া যায় না, আগের সময় শেষ এই ডিজিটাল বাংলাদেশে বর্তমানে পয়েন্ট এর ওপর নির্ভর করে কলেজে ভর্তি হতে হয়,,
    2. Rahul Islam Contributor says:
      এটা কলেজ স্কুল না যে আপনি হেডমাস্টারের কাছে গিয়ে আবেদন করবেন। তাই এটা মনে রাখবেন ।কলেজে সরাসরি কথা বলে ভর্তি হওয়া যায় না।
    3. MD Shakib Hasan Author says:
      @ MD Musabbir Kabir Ovi ঠিক বলেছেন
    4. @Md Shakib Hasan কি ঠিক বলেছে?
  2. Ariyan Ahmed Akash Author says:
    আবেদন কি শুরু হয়েছে
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আগামী 8 ডিসেম্বর শুরু হবে আমি শুধু আগে আপডেট দিলাম কিভাবে আবেদন করতে হবে
  3. Sk Shipon Author says:
    যারা ভতি হবে, তাদের জন্য উপকারী। ধন্যবাদ আপনাকে।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি আপনার মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ
  4. Naim Siddique Author says:
    অনেকের উপকারে আসবে, আবেদন করতে সহজ হবে।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি ভাইয়া এই জন্য পোস্ট করা
  5. Uzzal Mahamud Pro Author says:
    Mone hocche video theke screen shot niya..?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি, কারণ বর্তমানে আবেদন কার্যক্রম শুরু হয় নি,, কিছু অংশ কালেক্ট করা,, আমি শুধু দেখানোর জন্য বিস্তারিত লিখেছি
  6. iyajuddin Contributor says:
    লেখায় একটু ভুল আছে। সর্বোচ্চ ৫টি না ১০ টি কলেজের চয়েস দেয়া যায়
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্যে
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আপনার মতামত জানানোর জন্য ধন্যবাদ
    2. ৮ এ ডিসেম্বর ২০২২।
  7. S. Rayhan Contributor says:
    কবে থেকে শুরু হবে, ভর্তি ?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      8 ডিসেম্বর 2022
  8. James009 Contributor says:
    সুন্দর লিখা
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আপনার মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ

Leave a Reply