ট্রিকবিডিতে গার্মেন্টস নিয়ে অনেক পোস্ট করেছি, আরো করবো ৷ আপনাদের সাপোর্ট পেলে নিয়মিত গার্মেন্টস নিয়ে পোস্ট করা যেতে পারে ৷ 

কথা না বারিয়ে দেখা যাক আমাদের নিয়মিত ব্যাবহিত প্যান্ট সম্পর্কে জানি ৷ 

 

যারা আগের পোস্ট দেখেননি দেখে নিবেন একনজরে……

[গার্মেন্টস ep-25] ধারবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ছবিতে ছবিতে অল্টার-03)

 

কিছু কথাঃ

আমরা তো সবাই প্যান্ট ব্যবহার করি। আমরা কি জানি আমরা যেই প্যান্টটি পড়ে আছি তার কোন অংশের কি ? অনেকেই জানি আবার অনেকেই জানিনা। আসলে এটা সম্পর্কে বেসিক ধারণা আমাদের সবারই থাকা উচিত তাই নয় কি?

 একটি প্যান্টের বিভিন্ন অংশের নাম ও ছবি সহ দেখুন ।

বিভিন্য অংশের নাম গুলো হলঃ

  1. বেল্ট লুপ (Belt Loop)
  2. ওয়েস্ট বেল্ট (Waist Belt)
  3. ওয়াচ/ফ্রন্ট পকেট (Watch/fornt Pocket)
  4. ব্যাক পকেট (Back pocket)
  5. কয়েন পকেট (Coin Pocket)
  6. ক্রোস/ফোর পয়েন্ট (Cross/4 point)
  7. ইয়োক (Yoke)
  8. ফ্লাই (Fly)
  9. রাইজ (Rise)
  10. টপ সাইড (Top Side)
  11. ইন সাইড (In Side)
  12. আন্ডার সাইড (Under Side)
  13. ইনসেয়াম (Inseam)
  14. সাইড সেয়াম (Side Seam)
  15. বটম হেম (Hem)
  16. লেগ ওপেনিং (Leg Opening)

বুজতে সমস্যা হলে কমেন্টস করুন ৷৷
পোস্টটি ভালো লাগে তাহলে আমার নতুন সাইটটি ঘুরে দেখুন একবার ? hmvai.com
আজ এই প্রযুন্ত চোক রাখুন ট্রিকবিডিতে পরবর্তী পোস্টের জন্য ৷৷||৷৷ 

8 thoughts on "[গার্মেন্টস ep-26] ধারবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    বহুদিন পর পোস্ট পেলাম ভাই পরের পার্ট কবে পাবো?
    1. Shamim Author Post Creator says:
      Ok
  2. MD FAYSAL Contributor says:
    নেক্সট পার্ট চাই
  3. MD FAYSAL Contributor says:
    নেক্সট পার্ট চাই
  4. যারা এসব বিষয়ের উপর কাজ করে তাদের জন্য অনেক উপকার করবে এই পোষ্ট গুলো।
  5. Shuvomazumder Contributor says:
    গার্মেন্টস মার্চেন্ডাইজিং এর কোনো কোর্স হবে ?

Leave a Reply