২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ এর সরকারি-বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তির ১ম পর্যায়ের আবেদন শুরু (১০-ই আগস্ট) হয়েছে। বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে এবং অনলাইন এ ভর্তির আবেদন করতে হবে। তাও আবার ঘরে বসে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই।প্রথম পর্যায়ের আবেদন চলবে আগামী ২০ আগস্ট রাত ১১-৫৯ মিনিট পর্যন্ত। ভর্তির বিজ্ঞপ্তি ও নীতিমালা জানতে এখানে ক্লিক করুন.!

ভর্তিতে আসনসংকট হওয়ার কোনো কারণ নেই। কারণ, যত শিক্ষার্থী পাস করে, তার চেয়ে আসনসংখ্যা অনেক বেশি আছে এবারও.!

১. অনুমতি ব্যতীত অপরের আবেদন পত্র পূরণ করা আইনত দন্ডনীয় অপরাধ.!

২. অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোন ভর্তির কার্যক্রম করা হবে না.!

দুইটি ধাপ ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে..

  • ১. প্রথমে বোর্ড ফি ১৫০ টাকা জমা দিতে হবে
  • ২. অনলাইন এ ভর্তির আবেদন করতে হবে।

প্রথম ধাপ এর বিস্তারিত..

সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং/বিকাশ/রকেট/নগদ/ উপায়, যে কোনো একটি মাধ্যমে এ বোর্ড ফি ১৫০ টাকা আগে জমা দিতে হবে। কি ভাবে ফি জমা দিবে তা জানতে নিচের লিংক এ গুলো তে ক্লিক করে দেখে নিন.!

দ্বিতীয় ধাপ এর বিস্তারিত..

প্রথম ধাপ এর কাজ যদি আপনি ইতিমধ্যেই সম্পূর্ণ করে থাকেন মানে বোর্ড ফি ১৫০ টাকা জমা দিয়ে থাকেন তা হলে ২য় ধাপ এর কাজ গুলা করতে পারবেন।

প্রথমে এখানে ক্লিক করুন!

তার পর Apply Now লেখা বাটনে ক্লিক করুন

এর পর প্রদর্শিদ তথ্য ছকে এসএসসি/সমমান পরিক্ষার রোল, বোর্ড এর নাম পাসের সন, রেজিস্ট্রেশন নম্বর সঠিক ভাবে এন্ট্রি দিয়ে তার পর verification code টা বসে দিয়ে Next বাটনে ক্লিক করুন

আবেদন কারির দিয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যাক্তিগত তথ্য দেখতে পাবেন এসএসসি/সমমান পরিক্ষার প্রাপ্ত GPA দেখতে পাবেন এর পর Contact Number (ফি প্রদানের এর সময় প্রদত্ত মোবাইল নাম্বার) দিতে হবে এর পর প্রযোজ্য ক্ষেত্রে কোটা সিলেক্ট করে দিয়া Next বাটনে ক্লিক করেন

ভর্তিইচ্ছুক শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্শন সিলেক্ট করতে হবে যেমনঃ

১. আপনি যে কলেজে পড়তে চান সে
কলেজের বোর্ড সিলেক্ট করুন
২. জেলা বাছাই করুন
৩. থানা বাছাই করুন
৪. এবার, আপনার পছন্দের কলেজটি বাছাই করুন।
৫. শিফট চয়েস করুন
৬. বাংলা বা ইংরেজি ভার্সন বাছাই করুন
৭. যে গ্রপে পড়তে চান।
৮. যদি আপনার কোন কোটা থাকে
(মুক্তিযোদ্ধা/শিক্ষা/প্রবাসী) (যদি থাকে)
৯. গর্ভনিং বডি কোটা (যদি থাকে)

এবার Add This College বাটনে ক্লিক করে কলেজটি পছন্দ তালিকায় যুক্ত করুন। আপনি তিনটি গ্রপে (ব্যবসায়/মানবিক/বিজ্ঞান) একটি কলেজকে তিনবার যুক্ত করতে পারবেন। এই ভাবে শিক্ষাথী সর্বোচ্চ ১০টি এবং সর্বনিম্ন ৫টি কলেজ যুক্ত করতে হবে.!

আপনার পছন্দের কলেজ যুক্ত করা হলে Preview Application বাটনে ক্লিক করুন।

এবার আবেদনকৃত কলেজসমূহের তথ্য ও পছন্দক্রম দেখে SUBMIT APPLICATION বাটনে ক্লিক করুন

আবেদনটি সঠিক ভাবে Submit হলে আবেদককারীর Contact Number এর মোবাইলে একটি নিশ্চিত এসএমএস পাবে যাতে একটি সিকিউরিডি কোড থাকবে। এই সিকিউরিডি কোডটি গোপনীয়তা সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে। যা পরবর্তীতে আবেদন সংশোধন ও ভর্তি  সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে।

Print Version বাটনে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড বা প্রিন্ট করে নিন।

প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে ৫ সেপ্টেম্বর৷ রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ের আবেদন আবার শুরু হবে ১২ সেপ্টেম্বর এবং শেষ হবে ১৪ সেপ্টেম্বর ১১-৫৯ মিনিট এ.! ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর একাদশ শ্রেণিতে কলেজ পর্যায়ে ভর্তি চলবে। ৮ অক্টোবর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

শুধু মাত্র ট্রিকবিডি ভিজিটর দের জন্য ১৫% ছাড়ে অনলাইনে আবেদন করে দিয়া হবে কেও যদি আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চান তো Facebook Messenger বা Telegram এ মেসেজ দিন

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

8 thoughts on "২০২৩-২৪ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। কি ভাবে ঘরে বসে অনলাইনে আবেদন করবেন বিস্তারিত দেখে নিন.!"

  1. Nishat Contributor says:
    ekta question cilo, ami 2022 SSC Candidate, Ami college e admission niyechi already, but ami ki oi collage theke TC niye abar onno collage e 1st year er jonno apply korte parbo ? Asa kori answer diben apnara.
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      কলেযে আপনার যদি রেজিষ্ট্রেশন না হয়ে থাকে তা হলে পারবেন.!
    2. Nishat Contributor says:
      thik ache vaiya dhonnobad
  2. MD Shimul Mondol Contributor says:
    দারুন ❤️❤️❤️❤️
  3. TOHIN02 Contributor says:
    আসসালামু আলাইকুম ভাই! ডিগ্রি এপ্লাই নিয়ে একটা পোস্ট করেন❤️
  4. iistiyak007 Contributor says:
    SSC 2019 batch kivabe vorti hobe vaiya
  5. Green Zone Contributor says:
    nogod dia bill pay hoi na kno

Leave a Reply