আসসালামুআলাইকুম ,
গত পর্বে দেখেছিলাম কিভাবে রিমোটের মাধ্যমে স্মার্ট সুইচ অন অফ করতে হয় ।
গত দুই পর্ব দেখে না থাকলে নিচে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন ।
Part1: Making Smart Switch
আজ দেখানো হবে কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট এর সাথে CADIO app লিংক করে , google assistant দিয়েই কিভাবে লাইট ফ্যান সহ সকল ডিভাইস অন অফ করতে হয় ।
চলুন শুরু করা যাক ।
প্রথমে “গুগল হোম” অ্যাপসটি ওপেন করুন ।
তারপর Works with Google অপশনে যান ।
Cadio তে ক্লিক করুন
Cadio account এ লগইন করুন।
তারপর অটোমেটিক লিংক হয়ে যাবে।
তারপর ডিভাইস অপশনেই পেয়ে যাবেন সুইচ গুলো তো আপনি এখন থেকে গুগল এসিস্টেন্ট দিয়েই ভয়েস কমান্ডের মাধ্যমে অথবা google home অ্যাপস থেকে সুইচ নিয়ন্ত্রণ করতে পারবেন ।
আজ এই পর্যন্তই, Giveaway লিংক নিচে দেয়া হল।
https://www.facebook.com/100064300561592/posts/pfbid02Z3s7NfgAiddR7u7tbQu14cBBqSmMjsDjNqvUpLnYuEjh6y9zr6M3rKDZBJ4b63Kzl/?app=fbl
প্রথম পর্বের ভিডিও টিউটোরিয়াল
You must be logged in to post a comment.
Good post
Thank you!