বৈদ্যুতিক বাল্বের পেকেটে B22, E27 লেখা থাকে কেন? আজকে এটির সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। যেকোনো ইলেকট্রনিক দোকানে বাল্ব কেনার সময় দু’রকম বাতির হোল্ডারের সাইজ অনুযায়ী বাতি পাওয়া যায়। (B22 বি২২) এবং (E27 ই২৭)




বাল্ব (B22 বি২২) ও ( E27 ই২৭) এই দুটোই হল বাল্বের বেসের সাইজ যেটা দিয়ে বাল্বের হোল্ডারের সাইজ নির্দেশ করে। আপনি কোন বাতির জন্য কোন হোল্ডার ব্যবহার করবেন সেটা বুঝানোর জন্য এটি সংক্ষেপে লেখা হয়।

বাল্ব বি 22 B22



বি 22 একটি ‘বায়োনেট’ এর সাথে সাধারণ আকারের ফিটিং তাই ‘বি’। বেস সাইজ 22মিলি মিটার। বি 22 সকেটের সাথে এলইডি লাইট বাল্বটি ফিট করার জন্য একটি সাধারণ ধাক্কা দিয়ে ফিট করা হয়।

বাল্ব ই 27 E27



ই 27 মানে ‘এডিসন’ তবে আপনি এবং আমি মূলত এটি বলি বাল্বের একটি সাধারণ আকারের স্ক্রু। বেস সাইজ 27 মিলি মিটার। আমি যখন সাধারন বলি তখন আমি যে আকারটি পছন্দ করি তা আপনি সাধারণত সিলিং লাইট ফিটিংয়ের মত হয় । এটি স্ক্রু টাইপ তাই এটি পেচিয়ে বাল্বটিকে আটকাতে হয়।

আজকে এতটুকুই, লেখার সময় পাই না তাই পোস্ট করতে পারিনা।
ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।

9 thoughts on "বৈদ্যুতিক বাল্বের পেকেটে B22, E27 লেখা থাকে কেন?"

  1. Mominul Contributor says:
    Good post..
    1. Sanjit Author Post Creator says:
      thanks
    1. Sanjit Author Post Creator says:
      Thanks
    1. Sanjit Author Post Creator says:
      Thanks
  2. Dark_Superman (Mr. Merciless) Contributor says:
    ধন্যবাদ সুন্দর করে তুলে ধরার জন্য।
    1. E-Tech SANJIT Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ

Leave a Reply