হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তায়ালার রহমতে সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন।

আবারো নতুন আরেকটি আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে হাজির হলাম।
আজকের আলোচনার মূল বিষয় কি সেটা এতক্ষণে আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টেলিগ্রাম বটের মাধ্যমে যে কোনো ফেসবুক ভিডিও/অডিও ডাউনলোড করে নিবেন।
প্রথমে প্লে স্টুর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে নিন। আগে থেকেই ডাউনলোড থাকলে Open করে নিন।
তারপর সার্চ অপশনে টাইপ করুন।
@FBDLBOT তারপর নিচের মতো দেখাবে।

তারপর START এ ক্লিক করে বটে জয়েন করে নিন।

জয়েন করার পরে ফেসবুকে এ চলে যান এবং যে ভিডিওর ভিডিও & অডিও ডাউনলোড করবে লিংক সেটির লিংক কপি করে নিন।

তারপর আবার টেলিগ্রামে যেয়ে , যে বটে জয়েন হয়েছিলেন সেখানে ম্যাসেজ অপশনে কপি করা লিঙ্কটা সেন্ড করে দিন।

তাহলেই সেই ভিডিওর ভিডিও/অডিও ডাউনলোড করার অপশন আপনার সামনে চলে আসবে।

ধন্যবাদ।

পোস্টে যদি বুঝতে অসুবিধা হয়, পুরোপুরি না বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন।

ভিডিও:

এরকম প্রয়োজন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
YouTube: Technology HelpLine BD

ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে চাইলে নিচের লিঙ্কে চাপ দিন।
Facebook: M Tazul IslaM

6 thoughts on "ফেসবুকের যে কোনো ভিডিও/অডিও ডাউনলোড করে নিন টেলিগ্রাম বটের মাধ্যমে"

  1. Avatar photo MD Shiful Islam Author says:
    কয়েকটা দিয়ে ট্রাই করলাম সামথিং প্রব্লেম। ডাউনলোড অপশন আইতেছে না।
    1. Avatar photo M Tazul IslaM Author Post Creator says:
      আমার তো হচ্ছে ভাই।
    1. Avatar photo M Tazul IslaM Author Post Creator says:
      কি প্রবলেম ভাই?
  2. Avatar photo Md Sakib Al Hasan Omar Contributor says:
    Something went wrong. Please try again or contact admin.
    1. Avatar photo M Tazul IslaM Author Post Creator says:
      দেখছি বিষয় টা চ্যাক করে। কয়েকদিন ওয়েট করেন ঠিক হয়ে যাবে আশা করছি।

Leave a Reply