ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা
১৫৫ কোটি ছাড়িয়েছে। আর
প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন
১০০ কোটি মানুষ। ফেসবুকের
সহপ্রতিষ্ঠাতা ও প্রধান
নির্বাহী কর্মকর্তা মার্ক
জাকারবার্গ বুধবার ফেসবুকে
নিজের পেজে এক স্ট্যাটাসে
এই তথ্য জানিয়েছেন।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে
প্রকাশিত তথ্য অনুযায়ী
বর্তমানে মাসিক ফেসবুকের
ব্যবহারকারী ১৫৫ কোটির
বেশি এবং শুধু মোবাইল ফোনে
ফেসবুক ব্যবহার করেন ১৩৯ কোটি
ব্যবহারকারী। প্রতিদিনের
ব্যবহারকারীর সংখ্যা গত
বছরের তুলনায় বেড়েছে ১৭
শতাংশ। এ ছাড়া প্রতিদিন

মোবাইল ফোনে ৮৯ কোটি ৪
লাখ ব্যবহারকারী, যা গত
বছরের তুলনায় বেড়েছে ২৭
শতাংশ। সব মিলিয়ে ফেসবুকের
প্রায় ৬৫ দশমিক ১৬ শতাংশ
ব্যবহারকারী প্রতিদিন
ফেসবুকের নানা সেবা ব্যবহার
করে থাকেন এবং ৬৪ দশমিক ৩২
শতাংশ মোবাইল ফোন
ব্যবহারকারী প্রতিদিন ফেসবুক
ব্যবহার করেন।
নিয়মিতভাবেই ফেসবুকের
ব্যবহারকারী বাড়ছে। আগের
প্রান্তিকের তুলনায় তৃতীয়
প্রান্তিকে যে পরিমাণ সক্রিয়
ব্যবহারকারী বেড়েছে, তা
প্রায় ৪ শতাংশ। তবে মোবাইল
ফোনে ফেসবুক ব্যবহারকারীর
সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
যেভাবে মোবাইল ফোনে
ব্যবহার বাড়ছে, সে অনুযায়ী
আশা করা হচ্ছে আগামী দিনে
ফেসবুকের মোট ব্যবহারকারীর
সংখ্যা হবে ৫০ শতাংশ।
ফেসবুকের আয়ও বেশি হচ্ছে
মোবাইল ফোন সেবার মাধ্যমে।
তাই ফেসবুক কর্তৃপক্ষ মোবাইল
ফোনেই শুধু ব্যবহার করেন এমন
ব্যবহারকারীদের কথা মাথায়
রেখে নানা ধরনের সেবা যুক্ত
করছে।
ভেঞ্চারবিট ও ফেসবুক নিউজ রুম

সব ধরনের নতুন নতুন টিপস পেতে ভিজিট
Tips20.ga

One thought on "আপনি জানেন কি? ফেসবুক ব্যবহারকারী ১৫৫ কোটি"

  1. Sobuj ahammed Contributor says:
    nice
    Fairmela.ml

Leave a Reply