এখন থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে
জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি)
বাধ্যতামূলক করার চিন্তাভাবনা
করছে সরকার। সোমবার ‘১১তম সরকারি
ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক
আইডেন্টিটি ২০১৫’ আয়োজন সম্পর্কে
জাতীয় প্লেসক্লাবে আয়োজিত
সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্য
ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী
জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘স্মার্ট ন্যাশনাল আইডি
কার্ড প্রকল্প চালু হলে ফেসবুকের

কাছে ইমেইল আইডির সঙ্গে ন্যাশনাল
আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য
নতুন অপশন যোগ করার জন্য আমরা
ফেসবুক কতৃপক্ষের কাছে চিঠি লিখব।
স্মার্টকার্ডে ইলেকট্রনিক চিপ
থাকবে। ম্যানুয়াল কার্ড এন্ট্রি গুলো
বাদ দিয়ে সব জায়গায় ডিজিটাল
কার্ডের ব্যবহার হবে।
এক কার্ডে কীভাবে সব সুযোগ সুবিধা প্রদান
করা যায়, তা নিয়ে আলোচনার
লক্ষ্যে এবারের ফোরামের আয়োজন
করা হয়েছে।

১ ও ২ ডিসেম্বর রাজধানীর
সোনারগাঁও হোটেলে ১১তম সরকারি
ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক
আইডেন্টিটি ২০১৫ অনুষ্ঠিত হবে।
দুইদিন ব্যাপী এ ফোরামে ১৫০ জন

বিদেশি বিশেষজ্ঞ উপস্থিত থাকবে।
২৬টি বিদেশি ও ২টি দেশি
প্রতিষ্ঠান ফোরামে অংশগ্রহণ করবে।
সরকারের ভাষ্যমতে, নিরাপত্তার
স্বার্থে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুক
বন্ধ রাখা হয়েছে। ফেসবুক কতৃপক্ষের
সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।

3 thoughts on "এবার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে লাগবে জাতীয় পরিচয়পত্র।"

  1. গত কালকে আমি এই পোস্টা
    [url=http://amartips24.com]AmarTips24.Com[/url] রাত ২টার সময় করেছি
  2. MR Showrob Contributor Post Creator says:
    চ্যালেন্স করতে পারব মিথ্যা বলস।
  3. NAEIF Contributor says:
    ALLAH R KI DEKBAM

Leave a Reply