ফেসবুক আবিস্কারক মার্ক জুকারবার্গ কন্যা সন্তানের বাবা হলেন।


নিজের ফেসবুক পেজে তার পরিবারসহ ছবি দিলেন তিনি। নাম রেখেছেন ম্যাক্স চ্যান জুকারবার্গ।স্ত্রী প্রিসিলা গর্ভবতী থাকার সময় থেকেই বেশ কয়েকবার ছবি শেয়ার করেছেন নিজের ওয়ালে। এমনকি পিতৃত্বকালীন ছুটিও নিয়েছেন তিনি। মেয়ে হতেই সেই ছবি তাঁর ফলোয়ারদের সঙ্গে শেয়ার করলেন তিনি। মেয়েকে লেখা একটি চিঠিও শেয়ার করেছেন তিনি।তাঁর মেয়ে ম্যাক্স কোন পৃথিবীতে বড় হবে বলে আশা করছেন তিনি? সেই কথাই লিখলেন তিনি। সদ্য বাবা হওয়াজুকারবার্গ চান তাঁর মেয়ের পৃথিবীতে থাকবে সাম্য, থাকবে সুস্থতা, শিক্ষার পদ্ধতি হবে নিজের পছন্দের,মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে মানুষের, দূর হবে দারিদ্র্য, বিশ্ব জুড়ে আসবে সমান অধিকার।মেয়ে হওয়ার খুশিতে তিনি ও তাঁর স্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, যাতে এই পৃথিবী সব শিশুর বাসযোগ্য হয়ে ওঠে তার জন্য তাঁরা দান করবেন। সারাজীবনে তাঁদের ফেসবুকের শেয়ারের ৯৯ শতাংশ দান করবেন তাঁরা। বর্তমানে তাঁদের শেয়ার ৪৫ বিলিয়ন ডলার।

TipsaLL24,Com আমাদের সাইটে একবার ঘুরে আসুন।

ফেছবুকে আমি

4 thoughts on "ফেসবুক অাবিস্কারক জুকারবার্গ কন্যা সন্তানের বাবা হলেন"

  1. Nh Nazim Author Post Creator says:
    tnx
  2. Minhaz Contributor says:
    Congratulation…..
  3. NH Robin Author Post Creator says:
    .tnx.

Leave a Reply