ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে রোববার বৈঠকে
বসছেন বাংলাদেশ সরকারের তিন মন্ত্রী।
Robin

জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি কয়েক
সপ্তাহ ধরে বাংলাদেশে বন্ধ থাকার মধ্যে এই আলোচনা
হচ্ছে।


রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হবে
বলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা
হালিম জানিয়েছেন।
তিনি শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, বৈঠকে তিনি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক থাকবেন।
ফেইসবুক কর্তৃপক্ষের এশিয়া প্যাসিফিক অঞ্চলের দুইজন
প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকবেন বলে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
বিভিন্ন বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে ডাক ও
টেলিযোগাযোগ বিভাগের চিঠিতে সাড়া দিয়ে
ফেইসবুক কর্তৃপক্ষ কর্মকর্তাদের ঢাকা পাঠাচ্ছে বলে
আগেই জানিয়েছিলেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রী সে সময় বলেছিলেন, বাংলাদেশে
ফেইসবুকের নানা ধরনের অপব্যবহার ও নেতিবাচক
বিষয়গুলো তুলে তাদের কাছে তুলে ধরা হবে। তাদের
কাছে কোনো বিষয়ে অভিযোগ করলে যাতে দ্রুত সাড়া
পাওয়া যায় তার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।
সার্বিক বিষয়ে ফেইসবুকের সঙ্গে চুক্তি করার আগ্রহ
প্রকাশ করেন তিনি।
গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেইসবুকসহ কয়েকটি
অ্যাপ বন্ধ রয়েছে, যদিও বিকল্প পথে অনেকেই এসব
ব্যবহার করছেন।

======================================
ভাল লাগলে আমার সাইট টি ঘুরে আসতে পারেন ।
TipsaLL24,Com
============================================
ফেছবুকে আমি
===========================================

One thought on "ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে বসছেন ৩ মন্ত্রী"

  1. MOHI Contributor says:
    darin post

Leave a Reply