NoyonTrickBD
প্ল্যাটফর্মে নতুন লাইভ
ভিডিও স্ট্রিমিং ফিচার
চালু করল সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেইসবুক।
বিগত কয়েক মাসে
ফিচারটির সুবিধা শুধু সুনির্দিষ্ট কিছু তারকারা
পেলেও, এখন ধীরে ধীরে সব
ফেইসবুক ব্যবহারকারীর
জন্যই ফিচারটি উন্মুক্ত করে
দেওয়া হচ্ছে । এক প্রতিবেদনে সংবাদমাধ্যম
বিবিসি জানিয়েছে, মোবাইল
ফোন থেকে লাইভ ভিডিও
স্ট্রিমিংয়ের বিষয়টি এ বছর যে
ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে তা
মিরকাট এবং টুইটারের মালিকানাধীন লাইভ ভিডিও
স্ট্রিমিং টুল পেরিস্কোপ-এর
জনপ্রিয়তা থেকেই বুঝা যায়। প্রথম পর্যায়ে নতুন এ ফিচারটির
সুবিধা শুধু যুক্তরাষ্ট্রের
স্বল্পসংখ্যক আইফোন
ব্যবহারকারীকেই দিচ্ছে
ফেইসবুক। তবে সময়ের সঙ্গে

সঙ্গে এ ফিচারটির গণ্ডি বাড়ানোর পরিকল্পনা রয়েছে
বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কিন্তু কবে নাগাদ ফিচারটি সব
ফেইসবুক ব্যবহারকারীর জন্য
উন্মুক্ত করা হতে পারে, সে
বিষয়ে সুনির্ষ্টিভাবে কোনো সময়সীমা জানায়নি ফেইসবুক। সম্প্রতি এক ব্লগপোস্টে
ফিচারটির ব্যাপারে ঘোষণা
দিয়ে ফেইসবুক জানিয়েছে,
“আপনি কী দেখছেন বা করছেন
তা আপনার প্রিয় মানুষদেরকেও
দেখার সুযোগ করে দেবে ‘লাইভ’ – হতে পারে আপনি কোনো নতুন
স্থান ভ্রমণ করছেন, নতুন কোনো
খাবার রান্না করছেন অথবা শুধু
নিজের কোনো ভাবনা জানাতে
চাচ্ছেন।” বিবিসি জানিয়েছে, স্ট্রিমার
স্ট্রিমের সময় কতজন ভিডিওটি
দেখছেন তা জানার পাশাপাশি
ভিডিও চলাকালীন দর্শকদের
কমেন্টও পড়তে পারবেন। এ
ছাড়াও ব্যবহারকারীদের টাইমলাইনে ওই ভিডিওগুলো
স্বয়ংক্রিয়ভাবেই সেইভ হয়ে
যাবে, পরে ব্যবহারকারী চাইলে
তা মুছে দিতে পারবেন। স্ট্রিমিং সেবায় ফেইসবুকের
প্রবেশ প্রসঙ্গে এন্ডারস-এর
গবেষক ইয়ান মড বলেছেন,
“সেবাটিকে এগিয়ে নেওয়ার
জন্য ফেইসবুকের অসংখ্য
ব্যবহারকারী রয়েছেন। সুতরাং এটি যে ভিডিও স্ট্রিমিংয়ের
গুরুত্বপূর্ণ একটি প্লেয়ারে
পরিণত হতে যাচ্ছে, সে বিষয়ে
কোনো সন্দেহ নেই”। অন্যদিকে প্রাইভেসি
সমর্থনকারীরা ইতোমধ্যেই
সেবাটি নিয়ে শঙ্কা প্রকাশ
করেছেন, তবে মড জানিয়েছেন,
তার বিশ্বাস ফেইসবুক এমন কিছু
করবে না, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে। এ প্রসঙ্গে মড বলেছেন, “তারা
প্রাইভেসি শঙ্কা বিষয়ে অবগত
এবং আমার বিশ্বাস সেবাটির
কনটেন্ট শেয়ারের ক্ষেত্রে
অবশ্যই কোনো বিধিনিষেধ
রয়েছে, যাতে এটি স্বয়ংক্রিয়ভাবে সবার কাছে
সম্প্রচারিত না হতে পারে।”

Leave a Reply