সবাই কেমন আছেন।আশা করি ভালোই আছেন।এবং ট্রিকবিডির সাথেই আছেন।
প্রিয় ভাই
আমরা
প্রায় সবাই ফেইসবুক ব্যবহার করি।
আমরা যারা Facebook ব্যবহার করি শুধু
তাদের জন্য এই পোস্ট । আজ আপনাদের
সাথে শেয়ার করব কিভাবে আমরা
ফেইসবুক এর থিম পরিবর্তন করব ।
ফেসবুকের এক রকম চেহারা দেখতে
দেখতে যারা মহা বিরক্ত তাদের জন্য
মহা সুসংবাদ। এখন আপনারা ইচ্ছা
করলেই আপনাদের ফেসবুকের চেহারা
বদলে দিতে পারেন। আর আপনি যদি
ভাল ওয়েব কোডিং পারেন তাহলে
নিজের মত সাজিয়ে নিতে পারবেন
পরিবর্তন করে ফেলতে পারবেন নিজের
মত করে ।
আসুন দেখি কিছু ডিজাইনঃ
এই থিমগুলো আমরা জনপ্রিয় দুইটা
ব্রাউজারে শুধু ব্যবহার করতে পারব।
মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম এ ।
ফেইসবুক থিম পরিবর্তন করতে হলে
আপনাকে একটা addon/Extension ইন্সট্রল
দিতে হবে ।
আসুন তাহলে দেখি এই কাজটা আমরা
কিভাবে করব । প্রথমে মজিলা
ফায়ারফক্স এ ব্যবহার করার নিয়মটা
দেখাই :
মজিলা ফায়ারফক্স
১. প্রথমে এখানে ক্লিক করে এডঅনসটি
Click here
২. এডঅনস ইন্সট্রল শেষ হলে এখান থেকে
আপনার পছন্দের থিমটি এড করুন।
Click here
৩. এবার ফেইসবুক ওপেন করুন এবং দেখুন
আপনার ফেইসবুকের চেহারা পরিবর্তন
হয়ে গেছে ।
find me on fb
এন্ড্রয়েডের থাকলে শেয়ার করেন।