প্রথমেই বলে রাখি ভাইয়া/ আপু আপনি
আমার চেয়ে ভাল পারেন। তাই এই পোষ্ট
আপনার
জন্য নয়। যারা পারেনা তাদের হেল্প করার
জন্যই পোষ্টটা।
ইদানিং রিপোর্ট এর কারণে অনেক আইডি
ডিজেবল হয়ে যাচ্ছে। অনেক ইসলামপন্থী
ভাই, বোনেরা আইডি হারাচ্ছেন। আমার
আইডিটা ২ বার ডিজেবল হয়েছিল।
প্রতিবারই
রিকাভার করেছি।
সেই সূত্রে অনেকেই তাদের আইডি ঠিক করে
দিতে বলে। কিন্তু সময়ের স্বল্পতায় মাত্র
৫ জন লোকের আইডি ঠিক করে দিতে
পেরেছি। তাই আজ আপনাদের ডিজেবল
আইডি ঠিক করার সিস্টেমশেখাব।
আপনি কোন Disable আইডিতে লগ ইন
করলে পেইজের উপরে নিচের
লিখাটা পাবেন। Your account has
been disabled. If you have any
questions or concerns, visit the
Help Center .
এখানে Help Center অংশটুকু নীল কালির
থাকবে। Help Center এ ক্লিক করলে
আরেকটা

পেইজ আসবে। সেই পেইজের একদম নিচে
লিখা থাকবে For more information
about our
policies, please review the
Facebook Community Standards. If
you think your account was
disabled by
mistake,please let us know .
এখানে let us know অংশটা নীল কালির
হবে। let us know তে ক্লিক করলে
আরেকটা পেইজ
আসবে। এখানে আইডি কার্ড আপলোড
দেওয়ার অপশন পাবেন। আপনাকে আইডি
কার্ড এর
স্ক্যান করা ছবি বা ভাল ক্যামেরা দিয়ে
তোলা ছবি আপলোড দিতে হবে।
ক্ষেত্রবিশেষে আপনার নাম, বার্থডে, ইমেইল
পূরণ করা লাগতে পারে। সেগুলো
ঠিকভাবে পুরা করে Submit করুন। নিয়মিত
Email চেক করুন। ওরা আপনার ইমেইলে সব
ডিটেইলস জানাবে। আইডি ঠিক হয়ে গেলে
তো মারহাবা। ঠিক না হলে ইমেইলে
ফিডব্যাক পাওয়ার পর আবার একই নিয়মে
আইডি কার্ড সাবমিট করুন।
কীভাবে ঠিক করতে হয় সেটা তো জানলেন
কিন্তু অনেকেরই আইডি কার্ড নাই। তাদের
তো ফেইক আইডি কার্ড ছাড়া কোন উপায়
নেই। ফেইক আইডি কার্ড কীভাবে বানাবেন
এটাও অনেকে জানেন না। যারা ফটোশপের
কাজ পারেন তারা ২ মিনিটেই পিসিতে
ফেইক আইডি কার্ড বানাতে পারেন। যারা
ফটোশপের কাজ পারেন না বা পিসি নেই
তারাও মোবাইলে বিভিন্ন ফটো ইডিটিং
এপস দিয়ে ফেইক আইডি কার্ড বানাতে
পারবেন। Google এ “ন্যাশনাল আইডি
কার্ড” লিখে সার্চ দিলে কিছু ব্ল্যাংক কার্ড
পাবেন। সেগুলো ইডিট করে খুব সহজেই
ফেইক কার্ড বানানো যায়। আর যদি না
পারেন
বাজারে যে কোন কম্পিউটারের দোকান
থেকে করে নিতে পারেন।
তবে একটা কথা আইডি কার্ডের ইনফরমেশন
অবশ্যই ফেসবুকের সাথে মিলতে হবে। আর
আমার পিসিটা নষ্ট হইয়ে গেছে, তাই
রিকুয়েস্ট থাকবে কেও আইডি কার্ড বানিয়ে
দিতে বলবেন না।
(“ধন্যবাদ”)
সৌজন্যেঃ TopTuneBD.Com

9 thoughts on "কীভাবে ডিজেবল ( Disable) আইডি রিকাভার করতে হয় ? এবার নিজেই করুন !"

  1. hasan24 Author says:
    ভাই আমার একটা আইডি ডিসেবল হইছে। আমি অনেকদিন থেকে চেস্টা করছি কিন্তু ঠিক করতে পারছিনা। আপনি যদি ঠিক করে দিতেন আমি কৃতজ্ঞ থাকবো। ভাই প্লিজ হেল্প করেন।
  2. NirobNIR Contributor says:
    bai amar id thik korte hobe plzzzzzzzzzzzzzzzzzz hlp meeeeeeeeeeee
  3. Kamal Hossen Contributor says:
    কারো হেল্প লাগলে আমাকে বলতে পারেন
    1. Abbas Uddin Contributor says:
      ডিজেবল আইডি ki vabe khulbo
    2. xyzbd69 Contributor says:
      amr id ta ankdin disabled ase r id ta chilo bangla front name. ank try kreo open krte partechina. plz hlp
  4. Faruk Khan Contributor says:
    Smarts pathaisilen kaj hoyni.. I’d r profile name Mile na.. Erokom messege ase
  5. Abbas Uddin Contributor says:
    Assalamu alaikum,, vai amar fb id ডিজেবল hoyegece khulte parteci na. Onek cesta koreci,, please amar id ta tik kore dile valo hoto.
  6. Kamal Hossen Contributor says:
    @abbas uddin Ami thik kore dite parbo

Leave a Reply