Trickbd তে এর আগে এই বিষয়ে পোষ্ট করা হয়েছে কি না তা আমি জানি না। যদি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টি রাখবেন
দুনিয়াতে মানুষ অনেক কিছুই করে গড়ে। কিন্তু কিছুই কবরে নিয়ে যেতে পারে না। তার গড়া টাকা পয়সা, সহায় সম্পদ সব কিছুই উত্তরাধিকাররা নিয়ে যায়। আপনি হয়ত একজন ফেসবিক ইউজার। আপনারর আইডিরও তো একজন উত্তারিকার দরকার। এই কথা মাথায় রেখেই মার্ক জাকারবার্গ ফেসবুকে উত্তরাধিকার সিস্টেম করেছে।
এর মাধ্যমে আপনার আইডির নিনিরাপত্তাও বেশ বারবে।
চলুন দেখে নেই যাকে উত্তরাধিকার রাখবেন সে কি করতে পারবেঃ
আপনার অবর্তমানে টাইমলাইনে একটি পোস্ট
পিন করে রাখতে পারবে।
ফ্রেন্ড রিকুইষ্ট গ্রহণ করতে পারবে।
আপনার প্রোফাইল ছবি আপডেট করতে পারবে।
তাই নিকট আত্মীয় ছাড়া কাওকে উত্তরাধিকার বানাবেন না।
কিভাবে Legacy Contact Add করবেন তা নিচে বর্নিত:-
১.প্রথমে Id login করে Settings & Privacy তে যান।
২.তারপর Security তে যান।
৩.তারপর একেবারে নিচের Legacy Contact এ ক্লিক করুন।
৪.তারপর Choose Legacy Contact এ ক্লিক করুন।
৫.তারপর বক্সে আপনার আত্মীয়র নাম সার্চ দিন।
৬.তারপর password দিন।
৭.তারপর Confirm করুন।
৮.তারপর send এ ক্লিক করুন।
৯.তারপর আপনার আত্মিয়র কাছে একটা
ফেসবুকে আমি HM Sharif
______________
একটু থামুন!!!
আপনি কি জানেন বাংলাদেশে এই প্রথম বেড় হলো মন মাতানো সব ভালোবাসার অনুভুতি নিয়ে অডিও ডায়ালগের Mp3 .. (যেটা অন্য কোথাও পাবেন না)
কথা দিলাম আপনার হৃদয়কে একটু হলেও ছুয়ে যাবে… (বেশি ইমোশনাল টাইপের হলে কান্নাও করে দিতে পারেন 😀 ) Trust Me!
এখানে পাবেন– LoveTune.CF
(বিঃদ্রঃ – এটা স্পাম না শুধুমাত্র তাদের উপকারের জন্য যারা জানেনা)
আরো জানার থাকলে কমেন্ট করবেন নিশ্চয়…।