ফেসবুক থেকে ডিলিট হওয়া যেকোনো কিছু ফিরিয়ে আনার দারুণ কৌশল !

ধাপ ০১ঃ
প্রথমেই আপনাকে যেতে হবে ফেসবুকের Settings থেকে General অপশনে। ক্লিক করুন
ধাপ ০২ঃ
General Settings ওপেন হওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন Download a copy of your Facebook data এটিতে ক্লিক করুন।
ধাপ ০৩ঃ
Download Your Information নামে একটা পেজ আসবে। সেখানে আপনি দেখতে পাবেন Start My Archive। ক্লিক করেলে ফেসবুক সিকুরিটির জন্য আপনার কাছে আইডি ও পাসওয়ার্ড জানতে চাইবে। সঠিক ভাবে আইডি পাসওয়ার্ড দিন।
ধাপ ০৪ঃ
আ ই ডি পাসওয়ার্ড দেওয়ার পর Submit এ ক্লিক করুন। পরবর্তিতে একটি Download Link দেখতে পারবেন। কিছু সময় পরে (অনেক সময় ২৪ ঘন্টা সময় লাগতে পারে ) আপনার সকল ডাটা আপনার ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে যে ইমেইলটি আপনি ফেসবুক একটাউন্ট করতে ব্যবহার করেছিলেন।
ধাপ ০৫ঃ
আপনার Email চেক করুন। দেখবেন ফেসবুক থেকেএকটি ইমেইল আসবে সেখানে ডউনলোড লিংক দেওয়া থাকবে। লিংকে ক্লিক করে Download Archive থেকে আপনি ডউনলোড করে নিতে পারবেন । এখানে ডাউনলোড করার সময় পাসওযার্ড চাইবে।
ধাপ ০৬ঃ
ফাইলটি ডাউনলোড করার পরে একটা Zip ফইল পাবেন, ফাইলটি মাইসের রাইট বাটন ক্লিক করে Extrace All করুন। আনজিপ করার পর আপনার মেসেজ, ভিডিও, ছবি, পক , ফ্রেন্ডলিষ্ট ইত্যাদি দেখতে পারবেন। ফাইল গুলো অবশ্য .html ফরমেটে দেওয়া থাকবে। যে কোন একটি ফাইলের উপর ডাবল ক্লিক করে আপনার পছন্দের ব্রাউজার সিলেক্ট করে ওপেন করুন।

প্রথম প্রকাশিত হয়েছেঃ HamWap.Com

7 thoughts on "ফেসবুক থেকে ডিলিট হওয়া যেকোনো কিছু ফিরিয়ে আনার দারুণ কৌশল !"

    1. K.H.TonmoY Author Post Creator says:
      welcome…..
  1. akash.ridoy2 Contributor says:
    আমি পাইনি দেখতে Start My Archive।
  2. Nerob shawon Contributor says:
    Apnar ganeral option ar vator oi option nai to?
  3. akash.ridoy2 Contributor says:
    Please ভাই আমি কিছুতে করতে পাড়তেছিনা,,
    দয়া করে কি বলবেন,,আমার এক id থেকে অনেক
    Message কেটে গেছে তাই বলতেছিলাম।
  4. Tuser Abdullah Contributor says:
    General settings open howar por download a copy of your facebook data ai lekha ta nai to… aktu help krn pls

Leave a Reply