তীব্র সমালোচনার মুখে ভারত থেকে
ফ্রি বেসিকস সেবা সরিয়ে নিল
ফেসবুক কর্তৃপক্ষ। ভারতের
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত
সোমবার ফ্রি বেসিকস ইন্টারনেট-
সেবার ওপর নিষেধাজ্ঞা দেয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে
বলা হয়, নিরপেক্ষ ইন্টারনেট-সেবা
নিশ্চিত করার লক্ষ্যেই এ পদক্ষেপ
নিয়েছে ভারতের টেলিযোগাযোগ
নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। নিরপেক্ষ সেবার মূল
কথাই হলো ইন্টারনেটে সব রকমের
সেবার জন্য গ্রাহকের কাছ থেকে একই
হারে মূল্য নেওয়া।

ফেসবুকের ওই ফ্রি
বেসিকস প্রকল্প ভারতে ব্যাপকভাবে
সমালোচিত হয়েছে। এতে গ্রাহকদের
কেবল নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইট
ব্যবহারের সুযোগ রাখা হয়, যা
সামগ্রিক ইন্টারনেট নীতির লঙ্ঘন।
গতকাল ফেসবুকের এক মুখপাত্র বলেন,

‘ভারতে আর ফ্রি বেসিকস সেবাটি
থাকছে না।’

গত বছরের ফেব্রুয়ারিতে ইন্টারনেট ডট
ওআরজি নামে সেবাটি চালু হয়। পরে
একে ফ্রি বেসিকস নাম দেয় ফেসবুক।
প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত
মানুষের কাছে ইন্টারনেট সেবা
দিতে এটি চালু হয়। তবে মাত্র ৩৮টি
ওয়েবসাইটকে ডেটা চার্জ ছাড়া
ব্রাউজিং করার সুবিধা দেওয়ার এ
সেবাটি ইন্টারনেট সমতা লঙ্ঘন করছে
বলে সমালোচিত হয়। ৩৮টি দেশে
ফেসবুক এ সেবাটি চালু করে।

এদিকে ভারতে ফ্রি বেসিকসের
সমালোচনা নিয়ে বিতর্কিত একটি
মন্তব্য করেন ফেসবুকের বোর্ড সদস্য
মার্ক অ্যানড্রেসেন। তাঁর ওই মন্তব্য
টুইটার ও ফেসবুকে সমালোচনার ঝড়
তোলে। পরে অবশ্য ক্ষমা চেয়েছেন
তিনি। সর্বশেষ গতকাল বুধবার মার্ক
জাকারবার্গ একটি পোস্টে মার্ক
অ্যানড্রেসেনের মন্তব্যকে দুঃখজনক
বলে মন্তব্য করেন।

তিনি বলেন, অ্যানড্রেসেনের বক্তব্য তাঁর
(জাকারবার্গের) ও ফেসবুকের মতামত

প্রতিফলিত করে না।
জাকারবার্গ বলেন, ‘আমার ও ফেসবুকের
কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি
ভারত নিয়ে ভাবতে শুরু করার আগে
সেখানে গিয়েছি। সেখানকার
মানবতা, কর্মস্পৃহা আর মূল্যবোধ
আমাকে মুগ্ধ করেছে। আমার বোধ আরও
ঋদ্ধ করেছে যে, যখন সব মানুষ তাঁদের
অভিজ্ঞতা প্রকাশ করার সক্ষমতা অর্জন
করবে তখন পুরো বিশ্ব এগিয়ে যাবে।’

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

Leave a Reply