রিং আইডি নামে নতুন একটি সামাজিক যোগাযোগ
মাধ্যম বিশ্বজুড়ে যাত্রা করেছে। এর
উদ্যোক্তা কানাডা প্রবাসী বাংলাদেশি আইরিন
ইসলাম
ও শরিফ ইসলাম। দীর্ঘ চার বছর ধরে অক্লান্ত
পরিশ্রম করে তারা এ সংক্রান্ত একটি অ্যাপ তৈরি
করেন।
ফেসবুকের মতোই খুব কম ইন্টারনেট ডাটা
করে যোগাযোগের কয়েকটি ক্ষেত্রকে
একটি প্লাটফর্মের নিচে নিয়ে আসবে রিং
আইডি।
ওয়েব, ডেক্সটপ, উইন্ডোজ, অ্যানড্রয়েড
এবং আইফোনেও ব্যবহার করা যাবে রিং আইডি
অ্যাপ্লিকেশনটি।
রিং আইডি মাধ্যমে বিনামূল্যে কল করা, মেসেজ,
বেশকিছু স্টিকার, গোপন চ্যাট (সিক্রেট চ্যাট)
করার সুবিধা রয়েছে। এছাড়াও এতে রয়েছে
বন্ধু
এবং পরিবারের সঙ্গে সংযুক্ত হওয়ার সুবিধা।
One thought on "নতুন সামাজিক মাধ্যম রিং আইডির যাত্রা শুরু"