সামাজিক যোগাযোগের মাধ্যম
ফেসবুকে ব্যবহারকারীরা
ব্যক্তিগত নানা তথ্য শেয়ার করে
থাকেন। তবে কিছু কিছু ব্যাপারে
তথ্য
শেয়ারের ক্ষেত্রে সর্তক না
থাকলেই নয়। কারণ, এর আছে
আলোকিত দিক, আছে
অন্ধকারাছন্ন এলাকাও। এমন কিছু
তথ্য আছে যা গোপান
রাখাই.ভালো। তা না করলে
বিপদের মুখে পড়তে.পারেন
ব্যবহারকারীরা।

১. ল্যান্ডলাইন অথবা মোবাইল

নম্বর ফেসবুকে.দেবেন না। শুধু
ফেসবুক নয়, সব রকম
সোশ্যাল.মিডিয়াতেই ফোন নম্বর
শেয়ার করা.বিপজ্জনক।
২. আপনার বাড়ির ঠিকানাও
সোশ্যাল.মিডিয়ায় প্রকাশ করে
দেওয়া ঠিক নয়। ঠিকানা শেয়ার
করলে তা বাইরের বিপদ ঘরে
ডেকে আনার সামিল হবে।
৩. পেশা সংক্রান্ত কোনও তথ্যই
দেবেন না।.এগুলো পেশাজীবনে
বড় রকমের সমস্যা সৃষ্টি.করতে
পারে। অনেকই অফিস-সংক্রান্ত
বিষয় পোস্ট করে চাকরি পর্যন্ত
খুইয়েছেন।
৪. আপনার সঙ্গে আপনার সঙ্গীর
সম্পর্ক একান্ত ব্যক্তিগত বিষয়।
সেখানে কোনও সমস্যা থাকলে তা
ফেসবুক বা অন্য কোনও সোশ্যাল
সাইটে প্রকাশ করা ঠিক নয়।
সমস্যা বাড়বে।
৫. ব্যাংক বা অর্থ-সংক্রান্ত তথ্য
ফেসবুকে
দিয়ে অনেকে সর্বস্বান্ত হয়েছেন।
হ্যাকারদের নজরে পড়লে সর্বনাশ
হয়ে যাবে।

এরকম ফাস্ট ট্রিক পেতে
TrickFast.Com

One thought on "ফেসবুকে দেয়া যেসব তথ্য বিপদে ফেলতে পারে"

  1. Mh KhairuL Contributor says:
    Best Forum of BD

    MTechTune.TK

    MTechTune.TK

Leave a Reply