মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো প্রদেশের

ফোর্ট ম্যাসনে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী এফ৮ ডেভেলপার কনফারেন্সে ক্যামেরাটি উন্মোচন করল ফেসবুক।

ভিডিও রেকর্ডিংয়ে নতুন মাত্রা আনার লক্ষ্যে ৩৬০ ডিগ্রী স্টেরিওস্কোপিক থ্রিডি ভিডিও ক্যামেরা উন্মোচন করল বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো প্রদেশের ফোর্ট ম্যাসনে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী এফ৮ ডেভেলপার কনফারেন্সে ক্যামেরাটি উন্মোচন করল ফেসবুক।
ফেসবুক সারাউন্ড ৩৬০ নামে অভিহিত নতুন এই ডিভাইসটির হার্ডওয়্যার ডিজাইন এবং অন্যান্য সফটওয়্যার এই গ্রীষ্মের ভিতরেই ছাড়বে ফেসবুক। ১৭টি স্পেস লেন্স সমৃদ্ধ ডিস্ক আকৃতির স্পেসশিপের মতো কালো রঙের সার্কুলার ক্যামেরাটির দাম রাখা হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com
_______________________________________________________
ফেছবুকে আমার আইডি

Leave a Reply