নতুন আরেকটি ফিচার আনার ঘোষণা দিয়েছে সামাজিক

যোগাযোগ মাধ্যম ফেসবুক। ছবিতে থাকা ফেসবুক বন্ধুদের স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ করার ফিচারের আদলে তৈরি করা হয়েছে নতুন এই ফিচার। তবে এটি মূলত ফেসবুকে শেয়ার করা ভিডিও-তে থাকা বন্ধুদের স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ করার সেবা দেবে।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে অধিক গুরুত্ব দিচ্ছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান। এরই অংশ হিসেবে আসছে নতুন ফিচারটি।

তবে সকল ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে নাগাদ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটিতে যুক্ত হবে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

নতুন ফিচারটির ব্যাপারে এক ব্লগ পোস্টে ফেসবুকের অ্যাপ্লাইড মেশিন লার্নিং দলের সদস্য জ্যাকুইন কুইনোনিরো বলেন, ছবিতে থাকা বন্ধুদের স্বয়ংক্রিয়ভাবে ট্যাগের ফিচারের মতো ভিডিও-তে থাকা বন্ধুদের ট্যাগ করার সেবা দেবে নতুন ফিচার।

সূত্র- এনডিটিভি।

—————————–
 ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com
_______________________________________________________
ফেছবুকে আমার আইডি

Leave a Reply