ফেসবুক ফটো ভেরিফিকেসন যে কত জামেলার তা যারা পড়েছেন তারাই ভাল জানেন।
আপনার বন্দুরা যে যে ফটো ট্যাগ করে সেই ফটো ভেরিফিকেসন আপনাকে দিতে হয় এখানে। এটা ফেসবুক আপনার একাউন্ট নিরাপত্তার জন্য করে।
যাই হোক আমরা চাই না এই জামেলায় পরতে …………। তাহলে নিয়ে নিন টিপস
পদ্দতি 

  • প্রতমে ফেসবুক লগ ইন করে setting এ যান
  • তারপর security অপশন এ যান ( নিচের ছবির মত)
  • সেখান থেকে trusted contacts এ যান
  • তারপর choose trusted contracts সিলেক্ট করুন ।

ttt1

সেখানে আপনি আপনার ৩/৫ জন খুব কাছের বন্দুর নাম লিখুন এবং select করুন ( ৩ জন করতেই হবে)

tt2

তবে মনে রাখবেন , যাদের আপনি select করেছেন ………। পরবর্তীতে এদের যে কোন একজনের ছবি দ্বারাই আপনাকেverification করতে হবে ।

13 facebook ফটো ভেরিফিকেসন এর চিন্তা বিদায় দিন

তারপর  confirm এ ক্লিক করুন
ব্যাস আপনার কাজ শেষ , এখন থেকে আপনি নিচ্ছিত ……… ফটো ভেরিফিকেসন চাইলে আপনি আপনার ওই বন্দুর মাদ্দমে সমাধান করতে পারবেন ।
সৌজন্যেঃ MysmsWap.Com

4 thoughts on "facebook ফটো ভেরিফিকেসন এর চিন্তা বিদায় দিন"

  1. Delower532 Contributor says:
    bondur maddhomey kivabe korbo?
  2. অচেনা পাখি Contributor says:
    Egula faltu

    Ei ta 1 year age dekchi kaj hoy na

Leave a Reply