ভুল যে সকলেরই হতে পারে তা তো জানাই। কিন্তু ফেসবুকও যে সেই আওতার বাইরে নয়, তা বোঝা গেল শুক্রবার। ২২ এপ্রিল ফেসবুক তার ব্যবহারকারীদের ‘সেন্ট জর্জেস ডে’ উদ্যাপন করার জন্য উইশ করে। আদপে তা ২৩ এপ্রিল। খবর- এই সময়


এর পর থেকে আগুনের মতো ছড়িয়ে পড়ে খবরটি। টুইটারে এ নিয়ে রীতিমতো ট্রেল শুরু হয়। অবশেষে সেখান থেকেই ঘটনাটি নজরে পড়ে ফেসবুকের। তার পরই তড়িঘড়ি তা পাল্টে ফেলে ফেসবুক।
মনে করা হচ্ছে, পোস্টটি আসলে ইংল্যান্ডের ব্যবহারকারীদের জন্য ছাড়া হয়েছিল। কারণ ইংল্যান্ডের সময় আমেরিকার থেকে কম-বেশি প্রায় ১০ ঘণ্টা এগিয়ে রয়েছে। কিন্তু তা ভুল করে সকলের কাছেই পৌঁছে যায়। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমাও চায় ফেসবুক।
♦♦♦♦Visit My Site .. ♦♦♦

3 thoughts on "মারাত্মক ভুল করে বিপাকে ফেসবুক!"

  1. Rashed Khan Contributor says:
    সুন্দর
  2. Monir650 Contributor says:
    দারুন
  3. Jeme Author says:
    vul koro r khoma cawww

Leave a Reply