আমরা সবাই কম বেশি ফেসবুক চালাই। কিন্তু ফেসবুকে Photo Verification বিশাল সম্যাসা।
এই সম্যসা সমাধান এর সহজ উপাই হচ্ছে Japan IP. Japan IP দিয়ে সহজে Photo Verification Remove করতে পারবেন।
যা যা লাগবেঃ
☞একটি কম্পিউটার
☞মজিলা ফায়ার ফক্স বা গুগল ক্রম অথবা
☞একটি স্মার্ট মোবাইল
☞ভিপিএন অ্যাপ
নিচ থেকে ডাউনলোড করুন
VPN Download Now
কাজের ধারাঃ
☞প্রথমে গুগল এ সার্চ করে কিছু ফ্রি জাপানি প্রক্সি এবং পোর্ট খুঁজে বের করুন। আমি নিচে একটা সাইট দিলাম যেখানে কিছু জাপানি ফ্রি প্রক্সি এবং পোর্ট পাবেন। চেষ্টা
করবেন পোর্ট ৮০৮০ হয় এমন প্রক্সি ব্যবহার করতে।
PC এর জন্যে এখানে পাবেন
☞এখন আপনি যে ব্রাউজার ব্যবহার করতে চান তাতে proxy – port সেট করতে হবে। আমি এখানে Mozilla
Firefox এ দেখালাম।
Tools>>Options>>Advanced>>Network>>Mproxy configuration থেকে
HTTP proxy দিন – (127.0.0.1) এবং port
দিন (8080) use this proxy server for all protocols
এ একটা টিক দিয়ে ok ক্লিক করুন।
নোটঃ এখানে আমি proxy: 127.0.0.1 & port: 8080 উদাহরণ হিসেবে দেখালাম
আর যারা মোবাইল দিয়ে করবেন তারা ভিপিএন অ্যাপ ওপেন করবেন। জাপানি প্রক্সি সার্ভার দিয়ে কানেক্ট করুন
২ মিনিটে ফেসবুকের ফোটো ভিরিফকেশন Remove করেন
☞তার পর facebook গিয়ে আপনার ইমেল ও পাসওয়ার্ড দিয়ে log in দিন। অবশ্যই Photo Verification হওয়া ID দিয়ে Log in দিবেন। কাজ ১০০% শেষ আপনার Photo Verification remove হয়ে
যাবে। তার পর নাম্বার বা ইমেল দিয়ে ভেরিফাই করতে বলবে। ভেরিফাই এর কোড বসান। আর ফিরে পান আপনার ফেসবুক আইডি উইথ আউট ফটো ভেরিফিকেশন।।
ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।
kono proxy co.nect hoy na