আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

প্রতিদিন আমরা একটা কথা শুনি তা হল ফেসবুক আইডি হ্যাক।
কিন্তু কেন হচ্ছে? কারন আমরা আইডিতে কোন সিকিউরিটি
দেই না। তবে একটু সতর্ক হলেই আমরা ফেসবুক আইডি হ্যাকিং
থেকে মুক্তি পাবো।

চলুন তাহলে জেনে নিই কিভাবে নিজের আইডি হ্যাকিং থেকে রক্ষা করা যায়-

১. ফেসবুক একাউন্ট খোলার সময় বা একাউন্টের নিরাপত্তা
বাড়ানোর জন্য একটি পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ডটি অন্তত
৬টি অক্ষরের হতে হবে। পাসওয়ার্ডটি শক্তিশালী করতে
ক্যাপিটাল এবং স্মল লেটার ব্যবহার করুন। পাসওয়ার্ড আরো

বেশি নিরাপদ করতে ক্যাপিটাল এবং স্মল ওয়ার্ড এর
পাশাপাশি এই চিহ্ন ( #%&*!<@ ) গুলো ব্যবহার করুন।

২. বন্ধু বেশি করার লক্ষ্যে বা লাইক কমেন্ট বেশি পাওয়ার
আশায় অপরিচিত কাউকে বন্ধু বানাবেন না। অনেক হ্যাকার
আছে যারা আপনার বন্ধু হয়ে আপনার ফেসবুক আইডির ক্ষতি
করতে পারে।

৩. সন্দেহজনক কোণ লিংকে এ ক্লিক করবেন না। অনেক ফিসিং
সাইট আছে যা দেখতে হুবহু ফেসবুকের মত তাই লগিং করার
আগে দেখে নিবেন এটা আসল ফেসবুকের লিংক কি না।

৪. নিজের পাসওয়ার্ড কখনোই কাউকে দিবেন না। অনেক
মানুষ আছে আপনার পাসওয়ার্ড নিয়ে আপনার ক্ষতি করতে
পারে, যেমন- আপনার পার্সোনাল ছবি নিয়ে আপনাকে জিম্মি
করতে পারে।

৫. ফেসবুক আইডির নিরাপত্তা জোরদার করতে লগইন এপ্রুভাল

ব্যবহার করতে পারেন। আপনার আইডি পাসওয়ার্ড জানলেও
কেউ আপনাকে না জানিয়ে আপনার একাউন্টে ঢুকতে পারবে
না।
লগ ইন এপ্রুভাল কিভাবে চালু করবেন তার লিংক দেওয়া হল- https://www.facebook.com/help/148233965247823

One thought on "ফেসবুক আইডি হ্যাকিং থেকে বাঁচানোর ৫টি উপায়"

Leave a Reply