সাইবার ক্রাইমের ফাঁদ পাতা রয়েছে ফেসবুকে।

ঘন ঘন স্ট্যাটাস দেওয়া, অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার সময় আপনি নিজের অজান্তেই ফেক অ্যাকাউন্ট, হ্যাকিংয়ের ফাঁদে পড়ে যেতে পারেন। 

এই সকল বিপদ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হলে এই ৬টা জিনিস  ভুলেও কখনও ফেসবুকে করবেন না। যেমনঃ

১) ভুলেও ফেসবুকে বাড়ির ঠিকানা দেবেন না।

২) নিজের পাসওয়ার্ড আপনার ঘনিষ্ঠ কোনও বন্ধুকেও বলবেন না।

৩) ব্যক্তিগত মেসেজ বা চ্যাটেও এড়িয়ে চলুন ব্যক্তিগত কথা।

৪) ভূলভাল ছবি, ব্যক্তিগত ছবি, ঘনিষ্ঠ ছবি ফেসবুকে শেয়ার করবেন না। কাউকে চ্যাটেও পাঠাবেন না। ছবি বিকৃত করে ঘটতে পারে মারাত্মক ঘটনা।

৫) আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে তাঁর নাম, রিলেশনশিপ স্ট্যাটাস ফেসবুকে দেবেন না।

৬)  জন্মদিনের তারিখ দেবেন না ফেসবুকে।
___________________________________________________________
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com

7 thoughts on "যে কাজগুলো ফেসবুকে কখনোই করবেন না"

  1. Anis Contributor says:
    রানা ভাই অামি অনেক দিন ধরে আপনাকে টিউনার বানানোর জন্য রিকুয়েস্ট করছি কিন্তু আপনি বানাচ্ছেন না
  2. Md Robin Author Post Creator says:
    ভালো ভালো লিপছ পোষট কোরুন রানা ভাই আপনার টিপছ গুলা ভালো লাগলে আপনাকে টিওনার বানিয়ে দিবে।
  3. Kabirpak Contributor says:
    টিউনার কি হমু না
  4. Md Robin Author Post Creator says:
    ভালো পোষট কোরতে থাকুন রানা ভাই আপনার পোষট গুলা ভালো লাগলে টিওনার বানাই দিবো
  5. Biplop420 Contributor says:
    Rana Vai amer Post golo delen please

Leave a Reply