ফেসবুক পুরো বিশ্বের সঙ্গে
যোগাযোগ স্থাপনের সহজ মাধ্যম।
ফেসবুক যেমন যোগাযোগের একটা বড়
মাধ্যম, তেমনই আপনার ফেসবুক যদি অন্য
কারো হাতে চলে যায়, তা হলে তা
বিপজ্জনক হতে পারে। ফেসবুক সুরক্ষিত
রাখবেন কীভাবে?
.
.
.
জেনে নিন ফেসবুক সুরক্ষিত রাখার ৫
উপায়।
.
১. নিজের ফেসবুকের অ্যাকাউন্ট
নিরাপদ রাখতেই হবে। সে ক্ষেত্রে
আপনার ফেসবুকের পাসওয়ার্ড যেন
কেউ জানতে না-পারেন।
.
.
.
২. একান্ত ব্যক্তিগত তথ্য ফেসবুকে
বাড়ির ঠিকানা, মোবাইল বা বাড়ির
ল্যান্ডলাইন নম্বর, নিজের জন্ম তারিখ
ফেসবুকে না দেওয়াই উচিত।
.
.
.
৩. এরকমটা ভাবা উচিত নয় যে, নিজের
ফেসবুক প্রোফাইল কেবলমাত্র আপনি
একাই দেখতে পান। আপনি কী পোস্ট
করছেন, তা দেখে ফেলছে সবাই।
আপনার পোস্ট এমন কয়েকজন মানুষ
দেখে ফেলছেন, যাঁদের হয়তো চেনা
সম্ভবও নয়। তাই খুব ব্যক্তিগত জিনিস
ফেসবুকে দেওয়াই উচিত নয়।
.
.
.
৪. কোনও অচেনা প্রোফাইল থেকে
পাওয়া ফ্রেন্ড রিকোয়েস্ট
অ্যাকসেপ্ট করা একেবারেই উচিত নয়।
যাচাই করে তবেই ফ্রেন্ডশিপ
অ্যাকসেপ্ট করুন।
.
.
৫. বাড়িতে বা অফিসে নিজের
কম্পিউটারে বা ল্যাপটপে ফেসবুক
প্রোফাইল খুলে রেখে কোথাও
যাওয়াটা একেবারেই উচিত নয়। আগে
লগ আউট করে তবেই নিজের সিস্টেম
ছেড়ে ওঠা উচিত। অন্য কেউ তো
আপনার হয়েও কিছু পোস্ট করে দিতে
পারেন। সে ক্ষেত্রে আপনিই বিপদে
পড়তে পারেন।
R kokhono aje baje comment korbana ok.
Trickbd shobaike valo kisu shikhay. Kharap na. @habib134
R kokhono aje baje comment korbana ok.
Trickbd shobaike valo kisu shikhay. Kharap na. @habib134