অনেক সময় আমাদের অতি প্রিয় ফেসবুক
আইডিটি অনাকাঙ্খিত ভাবেই হ্যাক হয়ে
যায়। যার ফলে আমরা নানা রকম সমস্যার
মুখোমুখি হয়ে থাকি এবং অতি সাধের
আইডিটি ফিরে পাবার জন্য অনেক চেষ্টা
করে থাকি। কিন্তু অধিকাংশ সময়েই আমরা
সফল হইনা আর সেই আইডিটি ও ফিরে
পাইনা। তাই আজ আমি আপনাদের সাথে
জানাবো কিভাবে খুব সহজেই আপনি
আপনার হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট ফিরে
পাবেন। হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট ফিরে
পাবার অনেক পদ্ধুতি থাকলেও আমার মতে

এই পদ্ধুতিটিই খুব সহজ এবং অনেক বেশী
কার্যকর।

নিচের পদ্ধুতি অবলম্বন করলে ইনশাল্লাহ
আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডি
ফিরিয়ে আনতে পারবেন।
১. প্রথমে এখানে ক্লিক করুন লিখে Enter
চাপুন ।

২. এবার My Accounts Compromised এ ক্লিক
করুন ।

৩. এখন Identify Your Account অংশ হতে
আপনার ফেসবুক আইডিটি সিলেক্ট করুন,
অর্থাৎ Email or phone number কিংবা
Facebook username অথবা your name and a
friend’s name অপশনে প্রয়োজনীয় ডাটা
দিয়ে খোঁজ করুন ।

৪. Security Check অপশন আসলে সেখানে
ক্যাপচা এন্ট্রি করুন ।

৫. This is My Account এ ক্লিককরুন ।
এখানেই কাজ শেষ। আশা করি আপনি
আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডিটি ফিরে
পাবেন।
সৌজন্য আমার সাইট

8 thoughts on "ফিরিয়ে আনুন আপনার হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট!"

  1. Reja BD Author says:
    Screnshort Dile Valo Hoto
  2. Noyon9622 Contributor says:
    Amake help korben plz amr gmail id t j number dewa cilo ota harai gece
  3. Rocky Arif Contributor says:
    Link a click korla tho kaj hoy nah,,,
    so ki korbo….????
  4. sanim3 Contributor says:
    amar ekta fb account phon no dia khola but sim ta haria gese kintu id password jani problem holo login korle
    Unfortunately, you won’t be able to access your account while we’re reviewing these additional documents. We appreciate your patience, and we’ll get back to you as soon as we can.
    a lekha dekhay ami ki kore amar id ferot pete pari plz help me my fb fb/rakibul.hassan.7773
  5. Moursalin Contributor says:
    চেষ্টা করেছিলাম কিন্তু কাজ হয় নাই

Leave a Reply