ফেসবুকের কল্যাণে এবার
টেলিভিশনের দিন ফুরিয়ে আসছে
কিনা সেটা নিয়ে জোর আলোচনা
শুরু হয়েছে। সৌজন্যে ফেসবুকের
অসাধারণ একটি ফিচার ‘গো লাইভ’।
তারকারা এখন ইচ্ছে করলেই একটি
এন্ড্রয়েড ফোনের মাধ্যমে ভক্তদের
সঙ্গে সরাসরি যুক্ত হতে পারছেন।
কিন্তু আপনি যদি মহাতারকা না ও হন
তবু আপনার বন্ধুদের সঙ্গে লাইভ
ভিডিওতে যোগাযোগ রাখতে
পারবেন। কিন্তু কীভাবে?
এজন্য আপনাকে একটি ফেসবুক পেইজের
কোন পেইজের এডমিনিস্ট্রেশন ক্ষমতা
থাকতে হবে। এরপর সেই পেইজে
প্রবেশ করুন।
‘পোস্ট’ অপশনটিতে যান। দেখবেন
ক্যামেরা, স্মাইলি, লোকেশন
বাটনগুলোর পাশে আরেকটি বাটন
আছে। এটাই ‘লাইভ’ বাটন। এই বাটনে
ক্লিক করলে নতুন একটি ইন্টারফেস
আসবে।
ক্যামেরা অন হয়ে যাবে। কানেকশন
সম্পন্ন হলে আপনার লাইভ ভিডিওর জন্য
কোন ক্যপশন দিন। প্রয়োজন মনে করলে
প্রাইভেসী ট্যাবে ক্লিক করে
ভিউয়ার্স ঠিক করুন।
এরপর ‘গো লাইভ’ বাটনে ক্লিক করে
লাইভ হয়ে যান।
6 thoughts on "কীভাবে ফেসবুকে লাইভ হবেন?"