ফেসবুককে আরো জনপ্রিয় করে তুলতে,
আরো বেশি মানুষের কাছে পৌঁছে
দিতে রোজ রোজ নতুন নতুন ফিচার্স
যোগ করছে ফেসবুক। এবার আরো আজ
একটি নতুন অপশন চালু করতে চলেছে
তারা। আজ থেকে ফেসবুকে
অফলাইনে ভিডিও ডাউনলোডের
টেস্টিং অপশন শুরু করছে এই জনপ্রিয়
সোশ্যাল মিডিয়া।

বর্তমানে ১২৫ মিলিয়নেরও বেশি

ব্যবহারকারী রয়েছে ফেসবুকের।
তারা একে অপরের সঙ্গে গান এবং
ভিডিও আদান প্রদানের মাধ্যমে
যোগাযোগ করেন। তাই তাঁরা যাতে
এবার অফলাইনেও ফেসবুক থেকে
ভিডিও ডাউনলোড করতে পারেন,
সেটাই এবার চেষ্টা চালাচ্ছে
ফেসবুক। তারই টেস্টিং শুরু করছে আজ
থেকে।

যদিও সোশ্যাল মিডিয়া ফেসবুক
তাদের পেজ থেকে সরাসরিভাবে
ভিডিও ডাউনলোডের জন্য কোনো
টুলস অফার করেনি।

ফেসবুক ফটো ভেরিফাই ঠিক করতে, ফেসবুক বোট লাইক কমেন্ট শিখতে, যেকোন ফেসবুক পেজ বা আইডি হ্যাক করা শিখতে কল

01859165532

3 thoughts on "আজ থেকে ফেসবুকে নতুন এই সুবিধাটি চালু"

  1. Reja BD Author says:
    Fb Id Hacking Sikhbo,

    Add me

    Fb.com/Reja.ID.BD

  2. AD ATIK Author says:
    আইডি হ্যাক করতে পারো? তোর গোয়া মারেনা? ফালতু , হ্যাকার হয়ে গেছিস?
  3. psmm143 Contributor says:
    Faltu.orokom kisu lagbo na.

Leave a Reply