ফেসবুক রোজ কিছু না কিছু নতুন ফিচার এনে সবাইকে তাক লাগিয়ে দেয় এবারও তাঁর কিছু ব্যাতিক্রম
হয়নি। ম্যাসেজের
জন্য জনপ্রিয়
অ্যাপ মেসেঞ্জার
এবার ‘রিমাইন্ডারস’
নামের নতুন একটি
ফিচার চালু করেছে।
এতে নির্দিষ্ট সময়ে ইউজারদের বিভিন্ন অনুষ্ঠান বা কাজের ইনফরমেশন মনে করিয়ে
থেকে উঠতে অ্যালার্মের
বিকল্প হিসেবেও ফিচারটি
ব্যবহার করা যাবে। ইউজাররা ফিচারটির
মাধ্যমে আগে থেকেই
বিভিন্ন অনুষ্ঠানের
ইনফরমেশন অ্যাডের
সুযোগ পাবে। এতে
নির্দিষ্ট দিনের আগে
প্রয়োজনে তারিখ বা
সময় পরিবর্তন
বা এডিট করা যাবে।
সৌজন্যেঃ MixTuneBD.Com
One thought on "ফেসবুকের নতুন ফিচার “রিমাইন্ডারস”"