ফেসবুক প্রোফাইলটিকে যতটা সম্ভব আকর্ষণীয়
করে তোলার চেষ্টা কম বেশি সবারই থাকে।

তবে এই প্রোফাইলের প্রতি কারা আকৃষ্ট
হচ্ছেন, অথবা কারা ফেসবুক প্রোফাইলে
ভিজিট করছেন, কারাই বা নজর রাখছেন
আপনার প্রোফাইল এবং পোস্টের উপর, তা
জানার কোনও অপশন ফেসবুক দেয় না।

সহজ একটি কৌশলে আপনি জেনে নিতে
পারেন, কারা আপনার ফেসবুক প্রোফাইলের
ভিজিটর। প্রথমে কোনও কম্পিউটার থেকে গুগল
ক্রোম ব্রাউজার খুলুন। ফেসবুকে লগ ইন করুন।

তার পর ডান দিকের উপরের কোণায় যে
লম্বালম্বি যে তিনটি ডট চিহ্ন থাকে সেখানে
ক্লিক করুন।

অনেকগুলি অপশন খুলে যাবে। তার মধ্যে

‘সেটিংগস’টি সিলেক্ট করুন। বাঁ দিকে উপরের
দিকে ‘এক্সটেনশন’ নামের অপশনটি সিলেক্ট
করুন। তার পর ক্লিক করুন ‘গেট মোর
এক্সটেনশনস’ অপশনটি।

সার্চ বক্সে গিয়ে সার্চ করুন
‘ফ্ল্যাটবুক’ (Flatbook). পেয়ে যাবেন ফ্ল্যাটবুক
এক্সটেনশন। এক্সটেনশনের নামটির পাশে
দেখবেন ‘অ্যাড টু ক্রোম’ বলে একটি অপশন
রয়েছে। সেটি সিলেক্ট করুন। এতে ওই
এক্সটেনশন আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড
হয়ে যাবে। এ বার নিজের ফেসবুক
অ্যাকাউন্টটি রিফ্রেশ করুন বা নতুন করে ওপেন
করুন।

একটু অন্য চেহারায় বা থিমে ফেসবুক পেজটি
খুলে যাবে। এই পেজেই ডান পাশের প্যানেলে
‘প্রোফাইল ভিজিটর’ বলে একটি অপশন পাবেন।
সেখানে ক্লিক করলেই আপনার কোন কোন বন্ধু
আপনার প্রোফাইল ভিজিট করেছেন তাদের
নামের লিস্ট পেয়ে যাবেন।


________
গ্রামীণফোনে দিচ্ছে ৮
জিবি ইন্টারনেট ডাটা সম্পুর্ণ ফ্রি!
এখানে ক্লিক করুন

________

বাংলালিঙ্ক ৩০০ এমবি ফ্রি
বিস্তারিত এখানে ক্লিক করুন

5 thoughts on "কারা আপনার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখছেন ? জানুন এই সহজ কৌশলে"

  1. Shafiq Jr Author says:
    ভাই স্ক্রিনশট কই
  2. #Rasel Contributor says:
    eta ki Android er jonno
  3. Love11 Contributor says:
    Vai 8 gp koy plz bolan?
  4. rajanghosh Contributor says:
    লম্বালম্বিতো না তিনকোনা আছে

Leave a Reply