১. জন্মদিন: আপনার জন্মদিন ফেসবুকে উল্লেখ করা
অত্যন্ত বিপজ্জনক। ভেবে দেখুন, প্যান কার্ড
হোক বা ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ড—
সর্বত্রই আপনার বয়স অথবা জন্মদিনের উল্লেখ
থাকে। কাজেই আপনার ডুপ্লিকেট আইডেন্টিটি তৈরি
করতে হলে আপনার জন্মদিন অপরিহার্য তথ্য।

২. নিজের চেক ইন: কখন কোথায় যাচ্ছেন, কোন
রেস্তরাঁয় খাচ্ছেন কিংবা কোন সিনেমা হলে সিনেমা
দেখছেন— তা ফেসবুকে জানাবেন না। আপনার
পরিচিতি জাল করতে চায় যারা, তারা কিন্তু এই তথ্যগুলোই
কাজে লাগাবে।

৩. নিজের ঠিকানা: নিজের বাসস্থানের ঠিকানা কখনোই

জানাবেন ফেসবুকে। এতে শুধু যে নিজের
আইডেন্টিটি ডুপ্লিকেসির সম্ভাবনা বাড়বে তা নয়, কেউ
চাইলে সরাসরি আপনার বাসস্থানে হামলাও চালাতে পারে।

৪. আপনার কর্মক্ষেত্র: আপনার অফিসের ঠিকানা
শেয়ার করাও একই রকম বিপজ্জনক। দিনের একটা বড়
অংশ সেই ঠিকানাতেই আপনি কাটাচ্ছেন। কতক্ষণ আপনি
সেখানে থাকছেন, আপনার অফিস থেকে বাড়িতে
যেতেই বা কতটা সময় লাগে- ইত্যাদি তথ্য আপনার
প্রোফাইল হ্যাকিং-এর সম্ভাবনা বাড়ায়। কাজেই এই তথ্যও
গোপন রাখাই ভাল।
______
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে

😮 😮 😮
________
গ্রামীণফোনে দিচ্ছে ৮
জিবি ইন্টারনেট ডাটা সম্পুর্ণ ফ্রি!

এখানে ক্লিক করুন

________

জিপি-ফ্রি-নেট-ফুল-৩g-সবার-চলবে
বিস্তারিত এখানে ক্লিক করুন

7 thoughts on "নিজের ফেসবুক প্রোফাইল থেকে এই ৪টি জিনিস অবিলম্বে ডিলিট করুন"

  1. Yeasher Arafath Author says:
    এসব জানে না এমন লোক প্রায় ০.০০০০১%
  2. Robin Kumar Ghosh Contributor says:
    Good সাবধান করার জন্য
  3. mehedizz Contributor says:
    গুড পোস্ট বাট কপিড
  4. foysal235 Contributor says:
    Ami khobi bipode porsi amar id nia log in korte gele identy verification chasse ki korbo bojte parci na, help koren keu

Leave a Reply