কেমন আছেন সবাই??

আশা করি ভাল
আমার নতুন পোস্টে স্বাগতম!
যেভাবে ফেইসবুকের স্মৃতিচারণমূলক নোটিফিকেশন বন্ধ রাখবেন তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

ফেইসবুকে লগইনের পর আপনাকে এ ঠিকানায় যেতে হবে। https://www.facebook.com/onthisday

সেখানে আজকের দিনে বা গত বছর কিংবা এর আগের বছরগুলোতে ফেইসবুকে আপনি যেসব পোস্ট দিয়েছেন বা শেয়ার করেছেন তা দেখতে পাবেন।

এখন আপনি প্রতিদিনের নোটিফিকেশন বন্ধ করতে চাইলে ‘notifications’ অপশনে ক্লিক করতে হবে।

তারপর তিনটি অপশন দেখা যাবে। যেখান থেকে ‘all memories’ নিবার্চন করলে প্রতিটি ঘটনা নোটিফিকেশন আকারে জানাবে ফেইসবুক।

‘Highlights’ নির্বাচন করলে আগের সবচেয়ে উল্লেখ্যযোগ্য ঘটনাগুলো নোটিফিকেশন আকারে জানাবে। আর যদি ‘none’ নির্বাচন করেন তাহলে কোনো নোটিফিকেশন আসবে না।

তাই যদি আপনি প্রতিদিন এ স্মৃতিচারণমূলক নোটিফিকেশনে বিরক্ত হয়ে থাকেন, তাহলে ‘none’ নির্বাচন করে দিলেই হবে।
আরো টিউটোরিয়াল পেতে আমার সাইটে আসতে পারেন

4 thoughts on "ফেইসবুকের বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে"

  1. Najmul Contributor says:
    facebook ar profile ar. post gola ake bare sob delet kora jabe. bro aro kom kono post dao. bro
    1. Rahul Ahmed Contributor Post Creator says:
      jabena bhai
    2. Najmul Contributor says:
      keno bro
  2. Mijanur Contributor says:
    রানা ভাই অামার পোষ্টগুলো দেখেন না কেন

Leave a Reply