সবাই কেমন আছেনে নিশ্চয়ই ভাল। আজকে গুগলের অসাধারণ ১০টি সার্চ টিপস নিয়ে আলোচনা করব।

১। শিরোনাম দিয়ে খোজা:
কোন টপিক্স এর শিরোনাম দিয়ে তথ্য খুজতে চাইলে কোটেশন(” “)  চিহ্ন দিয়ে খুজলে কাঙ্খিত তথ্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ইংরেজি অথবা বাংলার ক্ষেত্রে লিখতে হবে এভাবে
উদাহরণ: “বই” or “Book”

২। কোন নির্দিষ্ট ওয়েব সাইট খোজা:
কোন নিদির্ষ্ট তথ্যে ওয়েব সাইট খুজে পেতে নিচের মতো করে সার্চ দিতে হবে। যেমন ধরুন কোন বইয়ের সাইট।
উদাহরণ: “বই” site:example.com

৩। কোন নিদির্ষ্ট Format এর ফাইল খুজলে:
যদি কোন কাঙ্খিত ফাইলের ধরন কোটেশনে এবং ফাইল নেইম কোলন এরপর এক্সটেনশন নেইম দিতে হয়।
উদাহরণ : “Song” song name:Mp3 or .pdf or mpeg….

৪। একই ধাপের একাধিক ফাইল খুজতে:
আপনি যদি একই ধাপের একাধিক ফাইল খুজে পেতে চান তবে Capital এ OR ব্যবহার করতে হয়।
উদাহরণ: internet marketing OR advertising

৫। ফোন নাম্বার দিয়ে তথ্য পেতে চাইলে:
যদি কারও ফোন নাম্বার ব্যবহার করে, তথ্য পেতে চান তবে নিচের মতো করে লিখুন। কোড সহ ব্যবহার করুন।

উদাহরণ: “Name  phonebook:+880…………”

৬। এরিয়া কোড ব্যবহার করে স্থান জানা:
আপনি এরিয়া কোড ব্যবহার করে আপনার ফোনে আসা কলটির লোকেশন জানতে পারবেন। গুগল এ লিখে সার্চ দিন।
উদাহরণ: 617

৭। কোন শব্দের প্রতিশব্দ খুজতে চাইলে :
ভাল ফলাফল পেতে নিদির্ষ্ট বিষয়ের দুপাশে কোটেশন ও পরে বাকা ড্যাস বসিয়ে শব্দটি বসাতে হয় ।
উদাহরণ “Marketing”professional বাংলায় “বাংলা”জলাধার

৮। গুগল হতে যোগ বিয়োগ গুনন ভাগ করা :
আপনি সংখ্যাগত তথ্যের গানিতিক সমাধারণ পেতে নিচের মতে করে লিখুন। অথবা সুত্রের ব্যাখ্যা পেতে সূত্রটি লিখুন।
উদাহরণ: 48512*1.02

৯। কোন কিছুর সংজ্ঞা পেতে:
আপনি যদি কোন শব্দের সংজ্ঞা পেতে চান তবে কোলন দিয়ে লিখুন।
উদাহরণ: define:plethora

১০. কোন সফট্ওয়্যার খুজে পেতে:
আপনার প্রয়োজনে কোন সফটওয়্যার খুজে পেতে চাইলে ফাইটির ধরন লিখে কোলন দিয়ে সফটওয়্যাটির নাম লিখে .exe দিন।
উদাহরণ: Multimedia : photo editing.exe

আর এরকম মজার টিপস পেতে আজই সোশ্যাল ইন্টারনেট টিপস অ্যাপটি নামিয়ে নিন।

ডাউনলোড

এই অ্যাপে গুগলের, ইউটিউবের, ফেসবুকের, টুইটারের, মেসেঞ্জারের ও হোয়াটসঅ্যাপের মজাদার ও অতি প্রয়োজনীয় টিপস গুলো আছে ।

তাই দেরি না করে এখনি অ্যাপটি নামিয়ে নিন আর উপভোগ করুণ মজাদার ও প্রয়োজনীয় টিপস গুলো।

আর যারা ইসলাম ধর্মের তারা এই সহীহ ইসলামিক শিক্ষা অ্যাপটি ডাউনলোড করবেন। এটিতে অনেক গুলো বিষয় আছে যা আপনার জানা নেই।

ডাউনলোড

এটিতে নামাজ, আল্লাহ্‌র ৯৯টী নাম বাংলা অর্থ সহ, তাসবিহ, দুরুদ শরীফ এবং নবীজির বাণী নিয়ে আলোচনা করা হয়ছে।

আর আমার কোন ভুল হলে মাফ করবেন। কোন খারাপ কমেন্ট করবেন না দয়া করে।

ভাল থাকুন । আমাদের ফেসবুক পেজটি হলঃ WoW Turn

 

8 thoughts on "[HOT Post] গুগলের অসাধারণ ১০টি সার্চ টিপস জেনে নিন তাড়াতাড়ি। :)"

  1. ZiaulAmin Author Post Creator says:
    Thanks
  2. S.R Sumon Author says:
    অনেক সুন্দর পোস্ট।আরও সুন্দর পোস্ট চাই.।
  3. ZiaulAmin Author Post Creator says:
    Thank you very much@SR Sumon
  4. sampod nath Contributor says:
    5 নামবার টা হয় না। phone number দিয়ে তর্থ বের হয়না
    1. ZiaulAmin Author Post Creator says:
      5 no update kore disi@sampod
  5. ZiaulAmin Author Post Creator says:
    thanks@al-amin

Leave a Reply